সম্মেলনের মূল ভাবনা : সহজে জীবনযাপন
প্রধান আলোচ্য বিষয়সমূহ : জমি, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য এবং স্কুল শিক্ষা
সাইবার নিরাপত্তা, উচ্চাকাঙ্খী মহকুমা ও জেলা কর্মসূচি, বিভিন্ন প্রকল্পকে বাস্তবসম্মত করে তোলা এবং নতুন প্রজন্মের প্রযুক্তি নিয়ে বিশেষ অধিবেশন
প্রধানমন্ত্রীর সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার ভাবনায় অনুপ্রাণিত হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে অংশগ্রহণমূলক শাসন ও অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ২৮ ও ২৯ ডিসেম্বর মুখ্যসচিবদের জাতীয় সম্মেলনে পৌরোহিত্য করবেন। এই নিয়ে তৃতীয়বার এমন সম্মেলনের আয়োজন করা হল। প্রথমটি ২০২২ সালে জুন মাসে ধরমশালায় এবং দ্বিতীয়টি চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 

প্রধানমন্ত্রীর সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার ভাবনায় অনুপ্রাণিত হয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে অংশগ্রহণমূলক শাসন ও অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের পদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মিলিয়ে ২০০ জনেরও বেশি এই সম্মেলনে যোগ দেবেন। গ্রাম এবং শহর- দু জায়গারই মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন যাতে হতে পারে, সেই লক্ষ্যে সরকারের পরিষেবা প্রদান পদ্ধতিকে আরও শক্তিশালী করে তোলার জন্য সহযোগিতামূলক পদক্ষেপের ভিত্তিভূমি প্রস্তুত করবে এই সম্মেলন। 

এবারের জাতীয় সম্মেলনের মূল ভাবনার বিষয় ‘সহজে জীবনযাপন’। এই লক্ষ্যে রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য একটি অভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং এর বাস্তবায়নের পন্থা-পদ্ধতি নিয়ে সম্মেলনে আলোচনা হবে। 

বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ কীভাবে সহজে পেতে পারেন, তা নিয়ে আলোচনার ওপর বিশেষ জোর দেওয়া হবে। জমি ও সম্পত্তি, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য এবং স্কুল শিক্ষা নিয়ে সুনির্দিষ্ট আলোচনার আয়োজন করা হয়েছে। এছাড়া সাইবার নিরাপত্তা, কৃত্রিম মেধা, উচ্চাকাঙ্খী মহকুমা ও জেলা কর্মসূচি এবং বিভিন্ন প্রকল্পকে বাস্তবসম্মত করে তোলার খুঁটিনাটি বিষয় নিয়ে বিশেষ অধিবেশন বসবে। 

এছাড়াও মাদকাসক্তি থেকে মুক্তি ও পুনর্বাসন, অমৃত সরোবর, পর্যটনের প্রসার, রাজ্যগুলির ব্র্যান্ডিং ও ভূমিকা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প প্রভৃতি নিয়েও আলোচনা হবে। যেসব রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এইসব ক্ষেত্রে ভালো কাজ করেছে, তাদের সাফল্যের কথা তুলে ধরা হবে এই সম্মেলনে।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
More Jobs Created, Better Macro Growth Recorded During PM Modi's Tenure Vs UPA Regime: RBI Data

Media Coverage

More Jobs Created, Better Macro Growth Recorded During PM Modi's Tenure Vs UPA Regime: RBI Data
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets on the occasion of Urs of Khwaja Moinuddin Chishti
January 02, 2025

The Prime Minister, Shri Narendra Modi today greeted on the occasion of Urs of Khwaja Moinuddin Chishti.

Responding to a post by Shri Kiren Rijiju on X, Shri Modi wrote:

“Greetings on the Urs of Khwaja Moinuddin Chishti. May this occasion bring happiness and peace into everyone’s lives.