স্বাধীনতার ৭৫তম বর্ষে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আওতায় রাজ্যগুলিকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করে তুলতে কেন্দ্র বিশেষভাবে উদ্যোগী হয়েছে। কেন্দ্র এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের নতুন যুগের সূচনা করতে নীতি আয়োগের পরিচালন পরিষদের সপ্তম বৈঠকের আয়োজন করা হয়েছে।
আগামী ৭ই অগাস্ট রবিবার এই বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পৌরহিত্য করবেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই বৈঠকে দেশকে তৈলবীজ ও ডালশস্য সহ কৃষি পণ্যে আত্মনির্ভর করে তুলতে বিভিন্ন পদক্ষেপ, জাতীয় শিক্ষা নীতিকে কার্যকর করা এবং পৌর প্রশাসনের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হবে।
এই বৈঠকের প্রস্তুতি হিসাবে ২০২২ সালের জুন মাসে ধর্মশালায় মুখ্যসচিবদের জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর পৌরহিত্যে সেই বৈঠকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবরা ছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারগুলির উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ৭ অগাস্টের বৈঠকে উপরোক্ত বিষয়গুলির চূড়ান্ত পরিকল্পনা ও কিভাবে তা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা হবে।
অমৃতকালে কোভিড পরবর্তী সময়ে ২০১৯ সালের জুলাই মাসের পর প্রথম ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমানে জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে ভারত। সেই প্রেক্ষিতে জি-২০ গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির বিকাশে কি কি পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে পরিকল্পনার আগে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচালন পরিষদে প্রধানমন্ত্রী ছাড়াও যেসব কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা রয়েছে, সেগুলির মুখ্যমন্ত্রী, অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপ-রাজ্যপাল, রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, আয়োগের সদস্য এবং বিশেষ আমন্ত্রিত হিসাবে কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন। প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বাঙ্গীন সরকারি উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগুলিকে চিহ্নিত করাই বৈঠকের উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর এই বৈঠকে অংশ নেওয়ার কথা।
Would be chairing the 7th Governing Council meet of @NITIAayog tomorrow, 7th August. This forum provides a great opportunity for the Centre and states to exchange views on key policy related issues and strengthen India’s growth trajectory. https://t.co/BOVn9gZIjd
— Narendra Modi (@narendramodi) August 6, 2022