দেশের বীর সেনাদের সঙ্গে দেওয়ালি উৎসব উদযাপন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তিনি কারগিলে গিয়ে পৌঁছেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে:
“প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আকাশপথে কার্গিলে গিয়ে পৌঁছেছেন। সেখানে বীর সৈনিকদের সঙ্গে তিনি দেওয়ালি উদযাপন করবেন”।
Prime Minister Shri @narendramodi has landed in Kargil, where he will celebrate Diwali with our brave soldiers. pic.twitter.com/RQxanDEgDK
— PMO India (@PMOIndia) October 24, 2022