![Quote](https://staticmain.narendramodi.in/images/quoteIconArticle.jpg)
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬.৩০-এ নতুন দিল্লির সিবিসিআই সেন্টারে ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া আয়োজিত খ্রীস্টমাস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী কার্ডিনাল, বিশপ, খ্রীস্টিয় সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং গীর্জার নামী ব্যক্তিত্বদের সঙ্গে আলাপচারিতা করবেন।
এই প্রথম প্রধানমন্ত্রী ভারতের ক্যাথলিক চার্চের সদর দপ্তরে এমন কোনো অনুষ্ঠানে যোগ দেবেন।
ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া (সিবিসিআই) স্থাপিত হয় ১৯৪৪ সালে এবং এই প্রতিষ্ঠান সারা ভারতে সকল ক্যাথলিকের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে থাকে।