প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮শে জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে বিশ্বের চারশোর বেশী শীর্ষস্থানীয় শিল্পপতি যোগ দেবেন। প্রধানমন্ত্রী ‘মানবজাতির মঙ্গলে প্রযুক্তির ব্যবহার- চতুর্থ শিল্প বিপ্লব’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে তিনি বিভিন্ন সংস্থার মূখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বার্তালাপ করবেন।
কোভিড পরবর্তী সময়ে সব কিছু স্বাভাবিক করার জন্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্যোগ নিয়ে ডাভোসে আলোচনা হবে।