প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ৬ সেপ্টেম্বর বেলা ১২-৩০ মিনিটে ‘জল সঞ্চয় জন-অংশীদারিত্ব উদ্যোগ’-এর সূচনা অনুষ্ঠানে ভাষণ দেবেন।
জল নিরাপত্তার প্রশ্নে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গীর যথাযথ রূপায়ণে এই উদ্যোগের আওতায় জন-অংশীদারিত্ব ও মালিকানার ওপর জোর দিয়ে সামাজিক ও সরকারি ব্যবস্থাপনায় জল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। জল সঞ্চয়ের ক্ষেত্রে গুজরাটের সাফল্যকে স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক প্রথম এই কর্মসূচি চালু করছে ওই রাজ্যেই। নাগরিক সমাজ, স্থানীয় প্রশাসন, শিল্প মহল এবং সংশ্লিষ্ট নানা ক্ষেত্রকে জল সংরক্ষণ ও জল নিরাপত্তার কাজে সামিল করে তুলতে গুজরাট সরকার ধারাবাহিকভাবে প্রয়াসী।
এই কর্মসূচির আওতায় গুজরাটে প্রায় ২৪,৮০০টি বৃষ্টির জল সঞ্চয় কেন্দ্র গড়ে তোলা হবে।