প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩০শে এপ্রিল সকাল ১০টায় নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টগুলির প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করবেন। তিনি এই অনুষ্ঠানে ভাষণও দেবেন।
মানুষের কাছে বিচারকে সহজ ও সুলভে পৌঁছে দিতে শাসন বিভাগ ও বিচার বিভাগ যাতে একটি পরিকাঠামো গড়ে তুলতে পারে , তার জন্য এই যৌথ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে বিচার বিভাগ যেসব সমস্যার সম্মুখীন হয়, সেগুলি থেকে উত্তরণের পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা হবে। এ ধরনের সম্মেলন এর আগে ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছে। এরপর, সরকার পরিকাঠামোর মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আদালতের সঙ্গে ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ই-কোর্ট ব্যবস্থাপনা শুরু হয়েছে ।