প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর বেলা ১২টার সময় আইআইটি গুয়াহাটির সমাবর্তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন । অসমের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে এবং অন্যান্য বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
৬৮৭ জন বিটেক এবং ৬৩৭ জন এমটেক সহ মোট ১ হাজার ৮০৩ জন ছাত্র-ছাত্রীকে আগামীকাল ডিগ্রি প্রদান করা হবে ।