প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৮ জুলাই নতুন দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে বিকেল ৪-৩০ মিনিটে নৌ-বাহিনীর উদ্ভাবন ও দেশীয় প্রযুক্তি ব্যবহারে সহায়ক সংস্থা এনআইআইও আয়োজিত সম্মেলন ‘স্বাবলম্বন’-এ ভাষণ দেবেন।
আত্মনির্ভর ভারতের অন্যতম স্তম্ভ প্রতিরক্ষা ক্ষেত্রের স্বনির্ভরতা। এটি বাস্তবায়নের জন্য এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘স্প্রিন্ট চ্যালেঞ্জেস’-এর সূচনা করবেন – এর মধ্য দিয়ে ভারতীয় নৌ-বাহিনীতে দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে প্রতিরক্ষা উদ্ভাবন সংগঠনের সহযোগিতায় এনআইআইও ভারতীয় নৌ-বাহিনীতে কমপক্ষে ৭৫ ধরনের দেশীয় প্রযুক্তি বা পণ্য ব্যবহারে উদ্যোগী হয়েছে। তাই এই প্রকল্পের নাম সাপোর্টিং পোল-ভল্টিং ইন আর অ্যান্ড ডি থ্রু আইডিইএক্স, এনআইআইও অ্যান্ড টিডিএসি বা স্প্রিন্ট।
এই সম্মেলনে প্রতিরক্ষা ক্ষেত্রের স্বনির্ভরতার জন্য ভারতীয় শিল্প সংস্থা এবং শিক্ষা জগতকে যুক্ত করা হবে। ১৮ এবং ১৯ জুলাই দু’দিনের সম্মেলনে শিল্প জগৎ, শিক্ষা জগৎ ও সরকারি আধিকারিকরা সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় সুপারিশ করবেন। সম্মেলনে উদ্ভাবন, ভারতীয় প্রযুক্তি ও পণ্যের ব্যবহার, যুদ্ধক্ষেত্রের অস্ত্রশস্ত্র এবং বিমান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। কেন্দ্রীয় সরকারের ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত উদ্যোগ – ‘সাগর’ নিয়ে সম্মেলনের দ্বিতীয় দিনে একটি আলোচনার আয়োজন করা হয়েছে।