প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২০ এপ্রিল ২০২৩ সকাল ১০টায় দিল্লির হোটেল অশোক-এ বৌদ্ধ শিখর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন।
দু-দিনের এই শিখর সম্মেলন যৌথভাবে আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রক ও আন্তর্জাতিক বৌদ্ধ সংঘ। ২০ ও ২১-এ এপ্রিল এই দু-দিনের শিখর সম্মেলনের মূল ভাবনা “সমসাময়িক চ্যালেঞ্জের জবাব প্রচলিত প্রথার জন্য দর্শন”।
বৌদ্ধ এবং সার্বজনীন সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের বৌদ্ধ ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তি ও পণ্ডিতদের একত্রিত করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করবেন তাঁরা। বৌদ্ধ ধর্মের মূল ভাবনা কীভাবে সমসাময়িক সমস্যা সমাধানে সহায়ক হয়ে উঠতে পারে তা নিয়েও আলোচনা হবে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট পণ্ডিত, ধর্মীয় নেতারা এই সম্মেলনে অংশ নেবেন। প্রধানত চারটি বিষয়ে আলোচনা হবে। সেগুলি হল বৌদ্ধ ধর্ম ও শান্তি; বৌদ্ধ ধর্ম ও পরিবেশ জনিত সমস্যা; স্বাস্থ্য ও সুস্থিতি এবং নালন্দা বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণ। এছাড়াও বৌদ্ধ ধর্ম তীর্থস্থানগুলি নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে।