প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষ্যে বিকাল ৩টের সময় চিকিৎসকদের উদ্দেশে ভাষণ দেবেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে সব চিকিৎসকদের প্রয়াসে ভারত গর্বিত। পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে উদযাপিত হয়। @IMAIndiaOrg আয়োজিত একটি অনুষ্ঠানে আগামীকাল বিকাল ৩টের সময় চিকিৎসকদের উদ্দেশে আমি বক্তব্য রাখবো।’
India is proud of the efforts of all doctors in fighting COVID-19. 1st July is marked as National Doctors Day. At 3 PM tomorrow, will address the doctors community at a programme organised by @IMAIndiaOrg.
— Narendra Modi (@narendramodi) June 30, 2021