প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ নভেম্বর ২০২২এ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বেলা ১১টায় লচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর নিরন্তর প্রয়াস লক্ষ করা গেছে যথোচিত মর্যাদায় অজ্ঞাত নায়কদের শ্রদ্ধা জানাতে। এই সূত্রেই দেশ ২০২২এ লচিত বরফুকনের ৪০০তম জন্মবার্ষিকী উদযাপন করছে। এ বছরেই ফেব্রুয়ারিতে গুয়াহাটিতে অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ।
লচিত বরফুকন (২৪ নভেম্বর, ১৬২২-২৫ এপ্রিল, ১৬৭২) ছিলেন অসমের অহোম সাম্রাজ্যের রাজবাহিনীর বিখ্যাত সেনাপতি যিনি মুঘলদের পরাজিত করেছিলেন এবং সাফল্যের সঙ্গে ঔরঙ্গজেবের আমলে মূঘলদের সাম্রাজ্য দখলের প্রচেষ্টাকে রুখে দিয়েছিলেন। লচিত বরফুকন ১৬৭১ সালে সরাইঘাট যুদ্ধে অসমিয়া সেনাদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন এবং মুঘলদের অপমানজনকভাবে পর্যুদস্ত করেছিলেন। লচিত বরফুকন এবং তাঁর সেনাবাহিনীর নায়কোচিত লড়াই আমাদের দেশের ইতিহাসে প্রতিরোধের ক্ষেত্রে অনুপ্রেরণামূলক সামরিক অভিযান হিসেবে চিহ্নিত হয়ে আছে।