সিভিল সার্ভিস দিবস উপলক্ষে আগামী ২১ এপ্রিল বেলা ১১টায় নতুন দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিভিল সার্ভেন্টদের অর্থাৎ প্রকাশকদের উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী সর্বদাই দেশ গঠনে সিভিল সার্ভেন্টদের ভূমিকার প্রশংসা করেছেন এবং তাঁদের আরও সুষ্ঠু কাজ সম্পাদন করার জন্য উৎসাহিত করেছেন। এই মঞ্চ প্রধানমন্ত্রীর জন্য সারা দেশের সিভিল সার্ভেন্টদের উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অমৃতকালের এই গুরুত্বপূর্ণ সময়ে এই অনুষ্ঠানের বিশেষ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জন-সেবার জন্য বিশেষ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার প্রদান করবেন। বিভিন্ন জেলা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংস্থাগুলিকে জনগণের জন্য আরও ভালোভাবে কাজ করতে বিশেষভাবে উৎসাহিত করবে এই পুরস্কার।
‘হর ঘর জল’ যোজনার মাধ্যমে স্বচ্ছ জল প্রদানের জন্য প্রচারের কাজ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলির মাধ্যমে ‘সুস্থ ভারত’ কর্মসূচি, ‘সমগ্র শিক্ষা’র মাধ্যমে শ্রেণীকক্ষের পরিবেশ উন্নয়নের পাশাপাশি গুণগত শিক্ষা প্রদান এবং বিশেষ চাহিদাসম্পন্ন জেলাগুলির সামগ্রিক উন্নয়ন – এই বিভাগগুলিতে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া, বিশেষ উদ্যোগের জন্যও সাতটি পুরস্কার থাকবে।