আগামী ২৮ জানুয়ারি বেলা ১১-৩০ মিনিট নাগাদ রাজস্থানের ভিলওয়াড়ায় ভগবান শ্রী দেবনারায়ণজির ১১১১তম ‘অবতরণ মহোৎসব’ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তিনি।
ভগবান শ্রী দেবনারায়ণজি পূজিত হন রাজস্থানের জনজীবনে। দেশের সর্বত্রই ছড়িয়ে রয়েছেন তাঁর ভক্ত ও গুণগ্রাহীরা। জনহিতকর কাজের জন্য তিনি সকলের কাছেই বিশেষভাবে প্রনম্য।