QuotePM Modi jointly inaugurate The ET Asian Business Leaders’ Conclave 2016 with Malaysian PM, Najib Razak
QuoteUnder the leadership of Prime Minister Najib, Malaysia is moving towards its goal of achieving developed country status by 2020: PM
QuoteClose relations with Malaysia are integral to the success of our Act East Policy: PM
QuoteThe 21st Century is the Century of Asia: PM
QuoteIndia is currently witnessing an economic transformation: PM
QuoteWe have now become the 6th largest manufacturing country in the world: PM
QuoteWe are now moving towards a digital and cashless economy: PM
QuoteIndia is currently buzzing with entrepreneurial activity like never before: PM
QuoteOur economic process is being geared towards activities which are vital for generating employment or self-employment opportunities: PM
QuoteIndia is not only a good destination. It’s always a good decision to be in India: PM

মহামান্য দাতো শ্রী মহম্মদনাজিব, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী, 

ইকনমিক টাইমস এর পরিচালনসদস্যগণ, 

ভদ্রমহিলা ও ভদ্রমহদয়্গণ! 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীরসঙ্গে যুগ্মভাবে ‘দি ইকনমিক টাইমস এশিয়ান বিজনেস লিডার্স কনক্লেভ ২০১৬’ এর উদ্বোধনকরতে পারাটা গভীর আনন্দের বিষয়| 

এই কনক্লেভের জন্য ইকনমিকটাইমস কুয়ালা লামপুরকে বাছাই করায় বাণিজ্যিক ও ব্যবসায়িক গন্তব্য হিসেবেমালয়েশিয়ার গুরুত্বই প্রমাণ করে| 

এই কনক্লেভের জন্য রইলো আমারবিশেষ শুভাকাঙ্ক্ষা!  

 

বন্ধুগণ, 

মহামান্য প্রধানমন্ত্রীরনেতৃত্বাধীনে মালয়েশিয়া ২০২০ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা পাওয়ার লক্ষ্যেএগিয়ে যাচ্ছে| 

  বিশ্বের এই আর্থিক অবস্থার মধ্যেও মালয়েশিয়াস্থিতিস্থাপকতা দেখিয়েছে| 

 ভারত ও মালয়েশিয়ার কালাতীত বন্ধন বিশাল সংখ্যারভারতীয়ের উপস্থিতিতে আরও শক্তিশালী হয়েছে| 

আমাদের ঐতিহাসিক সংযোগেরসাম্প্রতিক প্রতীক হচ্ছে কুয়ালা লামপুরের প্রাণকেন্দ্রে তরানা গেট, যা দুই মহানজাতি ও দুই মহান সংস্কৃতিকে সংযুক্ত করছে| 

বর্তমান সময়ে আমরা এক কৌশলগতঅংশিদারিত্ব এগিয়ে নিয়ে যাচ্ছি| 

গত বছর নভেম্বর মাসেমালয়েশিয়ায় আমার সফর বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই কৌশলগত অংশিদারিত্বকে বিভিন্নক্ষেত্রে আরও শক্তিশালী করেছে|  

মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্টসম্পর্ক আমাদের অ্যাক্ট ইস্ট পলিসির সাফল্যের জন্য অপরিহার্য| 

প্রকল্প উন্নয়ন তহবিল ও ঋণসহ ভারতের নানা উদ্যোগ ভারত-আসিয়ান সহযোগিতায় বিশাল প্রেরণা যোগাচ্ছে| 

বন্ধুগণ, 

আসিয়ান দেশগুলির নেতাগণ এইঅঞ্চলের দেশগুলোর মধ্যে আরও বেশি সংহতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন| 

তাই এশিয়ার ব্যবসায়ী নেতাদেরএকসঙ্গে নিয়ে আসার এই উদ্যোগ সঠিক সময়েই হয়েছে| 

আমি অনেক সময়েই বলেছি যে,একবিংশ শতাব্দী হচ্ছে এশিয়ার শতাব্দী| 

এশিয়া—যেখানে কাজ করারজন্য হাত, আশ্রয় দেওয়ার জন্য বাড়ি এবং নেতৃবৃন্দের কাছে শেখার মত নম্রতা রয়েছে| 

বিশ্বের প্রতিকূল ও অনিশ্চিতআর্থিক আবহওয়ায় এশিয়ার প্রবৃদ্ধির সম্ভাবনা এক আশার আলো| 

বন্ধুগণ, 

ভারত বর্তমানে এক অর্থনৈতিক রূপান্তরেরসাক্ষী হচ্ছে| 

ভারত এখন শুধুমাত্র বিশ্বেরএক দ্রুত ক্রমবর্ধমান বিশাল অর্থনীতির দেশই নয়, বিভিন্ন ক্ষেত্রে এর উদ্যোগেরদ্বারাও এখন চিহ্নিত| যার মধ্যে রয়েছে: 

-ব্যবসা করার স্বাচ্ছন্দ্য 

-স্বচ্ছ ও সুদক্ষ প্রশাসনতৈরি 

-নিয়ন্ত্রণের অত্যধিক বোঝাকমানো| 

বর্তমানে সম্পূর্ণ ব্যবস্থাকেকালো টাকা ও দুর্নীতি থেকে মুক্ত করাই আমার কর্মসূচির মধ্যে প্রধান| 

ডিজিট্যালকরণ এবং জি.এস.টি.’রসূচনা করার পরপরই এটা শুরু হয়েছে| 

আমাদের এই প্রচেষ্টা বিভিন্নসূচকে বিশ্বে ভারতের স্থান(রেঙ্কিং) থেকে স্পষ্ট হয়ে উঠছে| 

বিশ্বব্যাঙ্কের বাণিজ্যেরস্বাচ্ছন্দ্যের প্রতিবেদনে আমাদের রেঙ্ক উপরের দিকে উঠেছে| 

আমরা ব্যবসায়িক পদ্ধতিতেবিশ্বের প্রথম স্থানের সঙ্গে আমাদের দূরত্বকে দ্রুততার সঙ্গে কমিয়ে আনছি| 

ইউ.এন.সি.টি.এ.ডি.-এরপ্রকাশিত ২০১৬ সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে ২০১৬-১৮ এর জন্য শীর্ষ সম্ভাব্যঅর্থনীতির গন্তব্য স্থানের মধ্যে আমরা তৃতীয়| 

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবালকম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৫-১৬ এবং ২০১৬-১৭’-তে আমাদের রেঙ্ক ৩২ স্থান উপরে এসেছে| 

আমরা ‘গ্লোবাল ইনোভেশনইনডেক্স ২০১৬’-তে ১৬ স্থান এবং বিশ্ব ব্যাঙ্কের ‘লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্স২০১৬’-তে ১৯ স্থান উপরে উঠে এসেছি| 

আমরা প্রত্যক্ষ বিদেশিবিনিয়োগ অর্থাৎ এফ.ডি.আই.-এ নতুন ক্ষেত্র উন্মুক্ত করেছি এবং বর্তমানক্ষেত্রগুলিরও সীমা (ক্যাপ) বৃদ্ধি করেছি| 

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগেরপ্রধান ক্ষেত্রগুলি সংস্কারে আমাদের সমন্বিত উদ্যোগ বজায় রয়েছে এবং বিনিয়োগেরশর্তাবলীর সরলীকরণ হয়েছে| 

এর ফলাফল সবাই দেখতে পাচ্ছে| 

গত আড়াই বছরে সর্বমোটপ্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ ১৩০ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়ে ফেলেছে| 

এখন পর্যন্ত সর্বোচ্চপ্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ গত বছর হয়েছে| 

গত দুটি অর্থিক বছরে এফ.ডি.আই.ইকুইটি ইনফ্লোর বৃদ্ধি এর আগের দু’টি আর্থিক বছরে তুলনায় ৫২ শতাংশ বেশি| 

যেসব ক্ষেত্রে এফ.ডি.আই.আসছে তার উত্স ও ক্ষেত্র বহুধা বিস্তৃত| 

আমাদের ‘মেক ইন ইন্ডিয়া’উদ্যোগ যা এ বছর তার দ্বিতীয় জয়ন্তী বর্ষ উদযাপন করছে, এর লক্ষ্য হচ্ছে ভারতকেনির্মাণ, নক্সা ও উদ্ভাবনায় বিশ্বের কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি করা| 

আমাদের কিছু সাফল্যকে আমিতুলে ধরতে চাই: 

আমরা এখন বিশ্বের ষষ্ঠবৃহত্তম উত্পাদক দেশ হয়েছি| 

উত্পাদন ক্ষেত্রে আমাদেরসর্বমোট মূল্যযুক্ত ২০১৫-১৬ সালে ৯.৩ শতাংশ রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছে| 

গত দুই বছরে ৫১ টি কোল্ডচেইন প্রজেক্ট-এর কাজ শেষ হয়েছে এবং ছয়টি মেগা ফুড পার্ক ২০১৪ থেকে খোলা হয়েছে; 

১৯টি নতুন টেক্সটাইল পার্কতৈরির অনুমোদন হয়ে গেছে এবং বর্তমান টেক্সটাইলস পার্কগুলিতে গত দুটি অর্থবছরে ২০০টি নতুন উত্পাদন কেন্দ্র তৈরি হয়েছে| 

এই বছর ভারতে মোবাইল ফোননির্মাণ কেন্দ্রের সংখ্যার ৯০ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে; 

বিশ্বের বড় বড় মোটরগাড়িনির্মাণ কোম্পানিগুলি বেশকিছু নতুন অ্যাসেম্বলি লাইন ও গ্রিনফিল্ড ইউনিট স্থাপনকরেছে| 

বন্ধুগণ, 

ভারতে ‘বাণিজ্যেরস্বাচ্ছন্দ্য’ সুনিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা নিয়মবিধি ও পরিকাঠামো সহব্যাপক ও বহুধা বিস্তৃত| 

আমি এটা উল্লেখ করতে পেরেআনন্দিত যে: 

পণ্য ও পরিষেবা করের জন্যসাংবিধানিক সংশোধনী পাশ হয়ে গেছে| 

এটা ২০১৭ সালে কার্যকর হয়েযাবে বলে আশা করা যাচ্ছে| 

আমরা ডিজিট্যাল ও নগদহীন অর্থনীতিরদিকে এগিয়ে যাচ্ছি| 

আমাদের লাইসেন্সরাজদারুণভাবে যুক্তিসঙ্গত করে তোলা হয়েছে| 

আমরা ব্যবসা নথিভুক্তকরণ,ই.এক্স.আই.এম. ছাড়পত্র এবং শ্রম অনুপালনের জন্য সিঙ্গেল উইন্ডো ইন্টারফেসের সূচনাকরেছি| 

জল ও বিদ্যুতের মত প্রয়োজনীয়বিষয়গুলি পাওয়ার ক্ষেত্রে পদ্ধতিকে সরলীকরণ করা হয়েছে| 

বিনিয়োগকারীদের সহায়তা ওপথ-প্রদর্শনের জন্য বিনিয়োগকারী সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে| 

মেক ইন ইন্ডিয়ার সূচনার পরথেকে রাজ্য সরকারগুলির সঙ্গে আমাদের সহযোগিতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে| 

২০১৫ সালে বিশ্বব্যাঙ্কেরসহযোগিতায় রাজ্যগুলিকে তাদের বাণিজ্য নীতি ও অনুমোদিত পরিমাপকের ক্ষেত্রে পদ্ধতিরওপর ভিত্তি করে ক্রমতালিকা (রেঙ্ক) করা হয়েছ|  

একে ২০১৬ সালে আরও প্রসারিতকরা হয়েছে| 

মেধা সম্পত্তি নিয়ে ভবিষ্যতকর্মপরিকল্পনার জন্য আমরা প্রথম বারের মত একটি ব্যাপক জাতীয় মেধা সম্পত্তিঅধিকার নীতি গ্রহণ করেছি| 

 আমরা ‘সৃজনশীল ধ্বংস’ (ক্রিয়েটিভডেস্ট্রাকশন)-এর পদ্ধতি শুরু করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছি| 

আমরা একে পুনর্বিন্যাস ওবাদ দিয়ে দেওয়া কোম্পানিগুলোর জন্য সহজতর করেছি| 

শোধক্ষমতাহীনতা ও দেউলিয়াকোড প্রনয়ন ও রূপায়ণ হচ্ছে ভারতে বাদ দিয়ে দেওয়ার পদ্ধতি সহজতর করার ক্ষেত্রেবিশেষ পদক্ষেপ| 

বাণিজ্যিক বিরোধ মেটানোরজন্য নতুন বাণিজ্যিক আদালত গঠন করা হচ্ছে| 

পদ্ধতিকে দ্রুত করার জন্যমধ্যস্থতা আইনকে সংশোধন করা হচ্ছে| 

বন্ধুগণ, 

ভারত বর্তমানে যেভাবেউদ্যোগমূলক কাজকর্মের মধ্যে সক্রিয় হয়ে উঠেছে, তা এর আগে হয়নি| 

স্টার্ট-আপ হচ্ছে ভারতেপরবর্তী বড় অর্থনৈতিক শক্তি আর তা কোনো বিপ্লবের চেয়ে কম নয়| 

আমাদের স্টার্ট-আপইন্ডিয়া কর্মসূচি এক্ষেত্রে আমাদের সম্ভাবনাকে উন্মুক্ত করার লক্ষ্যেই নেওয়াহয়েছে| 

আমাদের অর্থনৈতিক পদ্ধতিকর্মসংস্থান তৈরি অথবা স্ব-নিযুক্তির সুযোগের জন্য গুরুত্বপূর্ণ কাজকর্মের দিকেইএগিয়ে যাচ্ছে| 

জনতাত্ত্বিক সুফল লাভের জন্যএটাই একমাত্র পদ্ধতি| 

‘স্কিল ইন্ডিয়া’ উদ্যোগ ও এরনানা উপাদানের মধ্য দিয়ে আমরা বাজারের প্রয়োজন অনুসারে দক্ষতাকে সামঞ্জস্য করারচেষ্টা করছি| 

ভবিষ্যতের যোগ্য পরিকাঠামোতৈরি করাই এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ| 

আমরা দেশজুড়ে শিল্প করিডোরেরএক পঞ্চভুজ তৈরি করছি| 

দেশজুড়ে সমস্ত বাধা দূর করারক্ষেত্রে বিশেষ দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে| 

সড়ক, রেল, বন্দরগুলিকে উন্নতকরা হচ্ছে| 

এই ধরনের পরিকাঠামোর অর্থযোগাতে আমরা বিদেশি তহবিলের সহযোগিতায় জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো তহবিলতৈরি করেছি| 

বন্ধুগণ, 

সংহতির এটাই সময়| 

অকপট হওয়া ছাড়া সংহতি হয়না| 

ভারত সবসময়ই হৃদয়ের দিক দিয়েঅকপট| 

এখন আর্থিক দিক দিয়েও আমরাসবচেয়ে অকপট ও সংহত অর্থনীতিগুলির একটি| 

যারা এখনও ভারতে তাদের যাত্রাশুরু করেনি তাদেরকে আমরা স্বাগত জানাই| 

আমি ব্যক্তিগতভাবে আপনাদেরসুনিশ্চিত করছি যে, আমাকে যখনই আপনাদের প্রয়োজন হবে আমি সেখানে থাকব| 

ভারত শুধুমাত্র এক উন্নতগন্তব্যই নয়; 

ভারতে থাকাটাও সর্বদাই একউত্তম সিদ্ধান্ত| 

আপনাদের ধন্যবাদ!   

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy

Media Coverage

India's first microbiological nanosat, developed by students, to find ways to keep astronauts healthy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 20 ফেব্রুয়ারি 2025
February 20, 2025

Citizens Appreciate PM Modi's Effort to Foster Innovation and Economic Opportunity Nationwide