ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাঁকরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
মিঃ মাঁকরের সমাজ মাধ্যমের এক বার্তার উত্তরে শ্রী মোদী বলেছেন:
“আমাদের সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিতির জন্য প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাঁকরকে ধন্যবাদ। আপনার এই উপস্থিতি ভারত-ফ্রান্স সম্পর্ককে আরও তাৎপর্যময় করে তুলবে।”
Thank you President @EmmanuelMacron for being a part of our Republic Day celebrations. Your presence will add great momentum to India-France ties. https://t.co/xeW5jYPS6d pic.twitter.com/nwii0HqA6o
— Narendra Modi (@narendramodi) January 26, 2024