চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের জন্য ভুটানের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
ভুটানের প্রধানমন্ত্রীর একটি ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী শ্রী মোদী ট্যুইট করেছেন :
“ধন্যবাদ মহোদয়, আপনার উষ্ণ বার্তার জন্য। নিশ্চিতভাবে চন্দ্রযান-এর সাফল্য সমগ্র মানব সমাজের মঙ্গল করবে।”
Thank you, Excellency, for your warm words. Indeed, success of Chandrayaan augurs well for the entire humanity. https://t.co/1ke9Ga1rzY
— Narendra Modi (@narendramodi) July 16, 2023