প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে
নমস্কার,
আয়ুবোভান,
ভানাক্কাম
সুধীবৃন্দ,
আমি আপনাদের সকলকে এই ভার্চ্যুয়াল সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আমরা সবসময়ই ভারতে আপনার প্রথম সরকারী সফরে স্বাগত জানাতে পেরে দারুণ খুশি হব। আপনার জন্য আমন্ত্রণ রইল। বর্তমান পরিস্থিতিতে আমাদের এই ভার্চ্যুয়াল সম্মেলনে যোগ দিতে পেরে আমি খুব আনন্দিত। এই সম্মেলনে আমার আমন্ত্রণ আপনি গ্রহণ করায়, আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব গ্রহণ করায় আমি আপনাকে অভিনন্দন জানাই। সংসদীয় নির্বাচনে এসএলপিপির বিপুল বিজয়ে আমি আবারো আপনাকে অভিনন্দন জানাই। আপনার নেতৃত্বের প্রতি জনসাধারণের যে আস্থা রয়েছে, তা এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হাজার হাজার বছরের বহুস্তরীয় সম্পর্ক রয়েছে। আমার ‘প্রতিবেশী প্রথম’ নীতি ও আমার সরকারের সাগর তত্ত্বের জন্য আমরা শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিয়ে থাকি। বিমস্টেক, আইওরা, সার্কের মত ফোরামে ভারত ও শ্রীলঙ্কা নিবিড়ভাবে সহযোগিতা বজায় রেখে চলে।
আপনার দলের সাম্প্রতিক বিজয়ের ফলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে নতুন ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে। উভয় দেশের জনসাধারণ আমাদের দিকে নতুন আশা ও উৎসাহ নিয়ে তাকিয়ে আছেন। আপনি যে দৃঢ় সমর্থন পেয়েছেন এবং সংসদে আপনার নীতিগুলির জন্য যে সমর্থন পেয়েছেন আমি আশাবাদী যে, দ্বিপাক্ষিক সহযোগিতার সব ক্ষেত্রে তার ফলে সুবিধে হবে।
আমি এখন প্রধানমন্ত্রী রাজাপাকসেকে তাঁর প্রারম্ভিক ভাষণ শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি।