প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে রাজ্যগুলির মুখ্যসচিবদের দু’দিনের সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই সম্মেলন আজ শেষ হয়েছে।
এক ট্যুইট থ্রেড-এ প্রধানমন্ত্রী মুখ্যসচিবদের সঙ্গে আলোচনার সময় যে বিষয়গুলির ওপর তিনি গুরুত্ব দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় বলেছেন :
“গত দু’দিন ধরে আমরা দিল্লিতে অনুষ্ঠিত মুখ্যসচিবদের সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের আলোচনায় ভারতের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আমাদের যুব সম্প্রদায়ের প্রতিভা এবং সারা বিশ্বের ভারতের প্রতি প্রত্যাশা প্রমাণ করে আগামীদিন ভারতের। এই পরিস্থিতিতে প্রতিটি ক্ষেত্রে সুপ্রশাসন নিশ্চিত করতে পরিকাঠামো, বিনিয়োগ, উদ্ভাবন এবং সমন্বয় – এই চারটি স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমাদের অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলিকে শক্তিশালী করতে হবে। আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য এবং দেশের অর্থনীতির উন্নয়নে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে স্থানীয় স্তরে উৎপাদিত পণ্যসামগ্রীকে জনপ্রিয় করে তুলতে হবে। অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে গুণমান বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিভিন্ন অর্থহীন নিয়মকানুন এবং সেকেলে আইন বাতিল করা প্রয়োজন বলে উল্লেখ করে মুখ্য সচিবদের প্রধানমন্ত্রী বলেন, ভারত যখন এক অভূতপূর্ব সংস্কারের দিকে এগিয়ে চলেছে, সেই সময়ে এ ধরনের নিয়মের বেড়াজালে আটকে থাকা নিরর্থক।
আজ যে বিষয়গুলি নিয়ে আমি কথা বলেছি তার মধ্যে রয়েছে পিএম গতি শক্তি-কে বাস্তবায়িত করার জন্য সমন্বয় গড়ে তোলা। ‘মিশন এলআইএফই’কে আরও কার্যকর করে তোলার জন্য মুখ্য সচিবদের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আন্তর্জাতিক বাজরা বর্ষকে উদযাপনের জন্য সর্বস্তরের জন-অংশগ্রহণের প্রয়োজন।”
Over the last two days, we have been witnessing extensive discussions at the Chief Secretaries conference in Delhi. During my remarks today, emphasised on a wide range of subjects which can further improve the lives of people and strengthen India's development trajectory. pic.twitter.com/u2AMz2QG6I
— Narendra Modi (@narendramodi) January 7, 2023