প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইজরায়েলের প্রধানমন্ত্রী মিঃ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন।
ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান মিঃ নেতানিয়াহু।
সামুদ্রিক পরিবহণে নিরাপত্তা নিয়ে দুই নেতা উদ্বেগ প্রকাশ করেন।
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে মানবিক সাহায্য পাঠানোর কাজ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী এবং আলাপ-আলোচনা ও কূটনৈতিক পথে সমস্ত পণবন্দির মুক্তি সহ এই সংঘর্ষের অবসানে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানসূত্র বের করার ওপর গুরুত্ব দেন তিনি।
নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার ব্যাপারে দুই নেতা একমত হন।
Had a productive exchange of views with PM @netanyahu on the ongoing Israel-Hamas conflict, including shared concerns on the safety of maritime traffic. Highlighted India’s consistent stand in favour of early restoration of peace & stability in the region with continued…
— Narendra Modi (@narendramodi) December 19, 2023