চাঁদের দক্ষিণমেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে টেলিফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এই উষ্ণ বার্তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। তিনি ভারতবাসীর পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, চন্দ্রযান – ৩ এর এই সাফল্য সমগ্র মানবজাতির, বিশেষ করে দক্ষিণ বিশ্বের দেশগুলিও এই সাফল্যের অংশীদার।
উভয় নেতা পরস্পরের মধ্যে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন।