প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টেলিফোনে আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।
দু’দেশের মধ্যে সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনার পর দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের অগ্রগতির দিক উভয় নেতা পর্যালোচনা করেন।
দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির তাঁরা সদর্থক মূল্যায়ন করেন এবং ভারত ও রাশিয়া বিশেষ এবং সুবিধাজনক কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলতে একটি নকশা তৈরির ব্যাপারে সম্মত হন।
আঞ্চলিক, বৈশ্বিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
২০২৪-এ ব্রিকস-এ রাশিয়ার সভাপতিত্বের জন্য প্রধানমন্ত্রী আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভারতের তরফ থেকে সর্বতো সহায়তার আশ্বাস দেন।
উভয় নেতাই পারস্পরিক যোগাযোগ বজায় রাখার ব্যাপারে সম্মত হন।