প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখেন।
রাষ্ট্রপতি পুটিন রাশিয়ার সাম্প্রতিকতম ঘটনাবলীর বিষয়ে প্রধানমন্ত্রীকে জানান।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী কুটনৈতিক স্তরে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দেন।
দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করে তুলতে তাঁদের উদ্যোগ অব্যাহত থাকবে এবং তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখবেন বলে সহমত পোষণ করেছেন।
তাঁরা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন
প্রধানমন্ত্রী কুটনৈতিক পথে আলাপ আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন