প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
সংযুক্ত আমিরশাহীর প্রেসিডেন্ট চন্দ্রযান-৩ মিশনে ভারতের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী এবং ভারতবাসীকে উষ্ণ অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তাঁকে পাল্টা ধন্যবাদ জানান এবং বলেন যে, চন্দ্রযানের এই সাফল্য গোটা মানবজাতি বিশেষত বিশ্বের দক্ষিণাংশের জয়।
প্রধানমন্ত্রী আমিরশাহীর প্রেসিডেন্টকে বলেন যে, আগামী মাসে ভারতে জি২০ শীর্ষ বৈঠকে তাঁকে স্বাগত জানানোর জন্য তিনি অপেক্ষায় রয়েছেন।