প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন :
“প্রধানমন্ত্রী @netanyahu-র সঙ্গে কথা বলেছি। ভারত-ইজরায়েল বহুপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার নানান পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। উদ্ভাবন ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও মতবিনিময় করেছি।”
Spoke with PM @netanyahu and discussed ways to strengthen the multifaceted India-Israel friendship, deepen our focus on innovation partnership, and our ongoing cooperation in defence and security.
— Narendra Modi (@narendramodi) February 8, 2023