প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাডুর মুখ্যমন্ত্রী থিরু এমকে স্ট্যালিনের সঙ্গে কথা বলেছেন। রাজ্যে কোন কোন অংশে প্রবল বৃষ্টিপাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেছেন। শ্রী মোদী ত্রাণ ও উদ্ধার কাজের বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে সবরকমের সহায়তার আশ্বাস দিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন; “ তামিলনাডুর মুখ্যমন্ত্রী @mkstalin-এর সঙ্গে কথা হয়েছে এবং রাজ্যে কোন কোন অংশে প্রবল বৃষ্টিপাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। ত্রাণ ও উদ্ধার কাজের বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে সবরকমের সহায়তার আশ্বাস দিয়েছি। আমি সকলের কল্যাণ ও নিরাপত্তা কামনা করি।“
Spoke to Tamil Nadu CM, Thiru @mkstalin and discussed the situation in the wake of heavy rainfall in parts of the state. Assured all possible support from the Centre in rescue and relief work. I pray for everyone’s well-being and safety.
— Narendra Modi (@narendramodi) November 7, 2021
தமிழக முதல்வர் @mkstalin உடன் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) November 7, 2021