প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং – এর সঙ্গে কথা বলেছেন। তাঁরা সিকিমের বিভিন্ন স্থানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পরিস্থিতির মোকাবিলায় তিনি সম্ভাব্য সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
শ্রী মোদী বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও কল্যাণের জন্য প্রার্থনা করেছেন।
এক্স পোস্টে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী @PSTamangGolay-র সঙ্গে কথা বলেছি। রাজ্যের বিভিন্ন স্থানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। পরিস্থিতির মোকাবিলায় সবধরনের সহায়তা করা হবে। বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও কল্যাণের জন্য প্রার্থনা করি”।
Spoke to Sikkim CM Shri @PSTamangGolay and took stock of the situation in the wake of the unfortunate natural calamity in parts of the state. Assured all possible support in addressing the challenge. I pray for the safety and well-being of all those affected.
— Narendra Modi (@narendramodi) October 4, 2023