প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাতারের আমির, আমির তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে কথা বলেন ও তাঁর দীপাবলি শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। কাতারে সফলভাবে ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য শুভেচ্ছাও জানান শ্রী মোদী।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন;
“কাতারের মাননীয় আমির @TamimBinHamad এর সঙ্গে কথা বলে আনন্দিত। তাঁর দীপাবলি শুভেচ্ছার জন্য ধন্যবাদ। কাতারে সফলভাবে @FIFAWorldCup আয়োজনের জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছি। আমরা ২০২৩ সালে ভারত-কাতার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর যৌথভাবে উদযাপনে সম্মত হয়েছি।”
Was happy to speak with HH Amir @TamimBinHamad of Qatar. Thanked him for his gracious Diwali greetings, and conveyed best wishes for a successful @FIFAWorldCup in Qatar. We agreed to jointly celebrate 50 yrs of India-Qatar diplomatic relations in 2023.
— Narendra Modi (@narendramodi) October 29, 2022