প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ৮ বছর ধরে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা বিস্তারিতভাবে জানিয়েছেন। তাঁর ওয়েবসাইট, নমো অ্যাপ ও মাইগভ – এ এই উদ্যোগগুলির বিষয়ে বিভিন্ন নিবন্ধ ও ট্যুইট তিনি সকলের মধ্যে ভাগ করে নেন।
কয়েকটি ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “গত ৮ বছর ধরে উত্তর-পূর্বাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পরিকাঠামো গড়ে তোলা, উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা, শিক্ষা এবং সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
#8YearsOfPurvottarKalyan”
উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। #8YearsOfPurvottarKalyan”
The last 8 years have seen unprecedented development in the Northeast. The focus is on infrastructure creation, ensuring better healthcare, education and popularising the rich cultures from the different states of the region. #8YearsOfPurvottarKalyan https://t.co/XLl6Vmfcm3
— Narendra Modi (@narendramodi) June 13, 2022
Transformative initiatives for all-round development of the Northeast. #8YearsOfPurvottarKalyan https://t.co/x4WY4dMIVG
— Narendra Modi (@narendramodi) June 13, 2022