প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ‘এক্সাম ওয়ারিয়র্স’ বইটি থেকে সংক্ষেপে কিছু অংশ তুলে ধরে ছাত্রছাত্রীদের কাছে জানতে চেয়েছেন যে তারা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“#ExamWarriors বইটির একটি মন্ত্রই হ’ল – ‘তোমার পরীক্ষা, তোমার পদ্ধতি – নিজের রীতি ও শৈলী নিজেই বেছে নাও’
#ParikshaPeCharcha আসন্নপ্রায়। তাই, আমি তোমাদের সকলের কাছে আর্জি জানাই, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তোমাদের অভিজ্ঞতাকে তুলে ধরার জন্য। তা নিশ্চিতভাবেই আমাদের এক্সাম ওয়ারিয়রদের উদ্বুদ্ধ করবে”।
In the book #ExamWarriors, one Mantra is ‘Your Exam, Your Methods - Choose Your Own Style.’
— Narendra Modi (@narendramodi) January 16, 2023
As #ParikshaPeCharcha approaches, I urge you all to share how you prepare for exams including interesting experiences of the same. It will surely motivate our Exam Warriors. pic.twitter.com/NVYFnnTSiJ