প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১০টায় দিল্লিতে আন্তর্জাতিক বৌদ্ধ শিখর সম্মেলনে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী পত্র সূচনা কার্যালয়ের তৈরি করা একটি পুস্তিকা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই পুস্তিকাটি ভগবান বুদ্ধকে নিয়ে এবং তাঁর চিন্তাভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর বিগত কয়েক বছরের ভাষণের সংকলন।
পত্র সূচনা কার্যালয়ের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “আগামীকাল ২০ এপ্রিল সকাল ১০টায় দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ শিখর সম্মেলনে ভাষণ দেব। এই শিখর সম্মেলন ভগবান বুদ্ধের আদর্শকে আরও জনপ্রিয় করে তোলার জন্য কাজ করছেন এমন বিভিন্ন মানুষকে একত্রিত করে”।
At 10 AM tomorrow, 20th April, will address the Global Buddhist Summit in Delhi. This Summit brings together various people who have worked to further popularise the ideals of Lord Buddha. https://t.co/i0SEETRiSr https://t.co/E8QIFFEMEV
— Narendra Modi (@narendramodi) April 19, 2023