প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মাইসুরুতে দশেরা উদযাপনের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়েছেন এবং সুন্দরভাবে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য মাইসুরু-র মানুষের দায়বদ্ধতার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী তাঁর মাইসুরু ভ্রমণের কিছু বিশেষ স্মৃতি উল্লেখ করেছেন বিশেষ করে, ২০২২,-এর যোগ দিবসে তাঁর সাম্প্রতিক সফর নিয়ে।
একজন নাগরিকের ট্যুইট উদ্ধৃত করে প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন –
“মাইসুরু দশেরা চিত্তাকর্ষক। আমি মাইসুরু-র মানুষকে এত সুন্দরভাবে তাঁদের সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের জন্য বাহবা দিই। আমার মাইসুরু ভ্রমণের সুন্দর স্মৃতি আছে বিশেষ করে, ২০২২-এর যোগ দিবসের সাম্প্রতিক সফরটি সম্পর্কে।”
Mysuru Dasara is spectacular. I commend the people of Mysuru for preserving their culture and heritage so beautifully. I have fond memories of my Mysuru visits, the most recent one being during 2022 Yoga Day. https://t.co/2jynlJav6f
— Narendra Modi (@narendramodi) October 6, 2022