ভগবান শ্রী রামের উদ্দেশে মরিশাসের নাগরিকদের ভক্তি ও ভজনগীতির কথা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেলে ধরেছেন সমাজ মাধ্যমের এক বার্তায়।
ঐ বার্তায় তিনি বলেছেন:
"মরিশাসের জনসাধারণ খুব চমৎকার ভাবে তাঁদের ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছেন। কথা ও ভজনগীতির মাধ্যমে সংরক্ষিত এক ঐতিহ্য প্রাসঙ্গিক ভাবেই বিশেষ উল্লেখের দাবি রাখে। এত বছর ধরে সংস্কৃতির শিকড়কে গভীর নিয়ে যাওয়া এবং নিষ্ঠা ও ভক্তি অটুট রাখা সত্যিই প্রশংসার্হ। #ShriRamBhajan "
The wonderful people of Mauritius have preserved their traditions and this includes Ram Bhakti through Kathas and Bhajans.
— Narendra Modi (@narendramodi) January 20, 2024
Great to see such deep cultural roots and devotion thriving for so many years. #ShriRamBhajan https://t.co/PKTNBuNAfbhttps://t.co/Qt8w4qMaDY…