প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নমো অ্যাপের বিকাশ যাত্রা বিভাগে যেসব মহান ব্যক্তিত্ব দেশ গঠন করেছিলেন, ভারত কিভাবে তাঁদের স্মরণ করছে, সে সম্পর্কিত কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরে একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে এ বছর আমরা আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছি। নমো অ্যাপের বিকাশ যাত্রা সেকশনে থাকা নিবন্ধে মহান সেই সমস্ত ব্যক্তিত্ব, যাঁরা দেশ গঠন করেছেন, তাঁদের ভারত কিভাবে স্মরণ করছে, সে সম্পর্কিত কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরেছে।
#8YearsOfPreservingCulture"
প্রধানমন্ত্রী ভারতের গৌরবময় সংস্কৃতির সংরক্ষণে সরকারি কাজকর্মের কথা তুলে ধরে MyGov tweet thread সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের গৌরবময় ঐতিহ্যের জন্য আমরা গর্ববোধ করি এবং অত্যন্ত কৃতজ্ঞ যে, আমরা এই সংস্কৃতির সংরক্ষণ ও তা উদযাপনের সুযোগ পেয়েছি। #8YearsOfPreservingCulture"
This year we mark Azadi Ka Amrit Mahotsav, an occasion to pay tributes to our freedom fighters. This article on the NaMo App’s Vikas Yatra section gives you a glimpse of how India is remembering the greats who built our nation. #8YearsOfPreservingCulture https://t.co/w10LmzcDpH
— Narendra Modi (@narendramodi) June 2, 2022
We take great pride in our glorious culture and we are humbled to have got the opportunity to work for it’s preservation as well as celebration. #8YearsOfPreservingCulture https://t.co/20tvS2MzIz
— Narendra Modi (@narendramodi) June 2, 2022