ইউটিউব চ্যানেল ও প্রধানমন্ত্রী

Published By : Admin | September 27, 2023 | 23:29 IST
Quoteদেশবাসীকে বিভিন্ন বিষয়ে শিক্ষিত ও সচেতন করে তোলার জন্য ইউটিউবারদের আহ্বান জানালেন তিনি
Quoteএজন্য তাঁদের সকলের সঙ্গেই আমাদের সংযোগ ও যোগাযোগ রক্ষা করে চলা প্রয়োজন।
Quoteইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি দেশ ছাড়াও বিদেশের সঙ্গেও যুক্ত রয়েছেন। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যাও যে কম নয়, একথাও আজ আনন্দের সঙ্গে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
Quoteইউটিউব-এর মাধ্যমে সৃষ্টিকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ – একথার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গেমস, প্রযুক্তি, ফুড ব্লগিং, পর্যটন ব্লগিং এবং জীবনশৈলীর পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ব্লগ-এ ইউটিউব আজ সমৃদ্ধ।

আমার ইউটিউবার বন্ধুরা, আমি আজ এখানে আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পেরে খুব খুশি। কারণ, আমি আপনাদেরই একজন মাত্র, তার বেশি কিছু নই। গত ১৫ বছর ধরে আমিও দেশ-বিদেশের সঙ্গে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যুক্ত রয়েছি। আমার সাবস্ক্রাইবারের সংখ্যাও নেহাত কম কিছু নয়।

আমি জানতে পেরেছি যে প্রায় পাঁচ হাজার জনের মতো ইউটিউব ব্লগার আজ এখানে উপস্থিত রয়েছেন। আগামীদিনের ভাবী ইউটিউবাররাও উপস্থিত রয়েছেন এখানে। আপনাদের মধ্যে অনেকেই গেমস, প্রযুক্তি বিষয়ে শিক্ষা এবং ফুড ব্লগিং সম্পর্কে ইউটিউবে কাজ করে থাকেন। আবার এমনও অনেকে আছেন যাঁরা পর্যটন বা জীবনশৈলী সম্পর্কে ব্লগ তৈরি করেন।

বন্ধুরা, বহু বছর ধরেই আমি লক্ষ্য করে আসছি যে আপনাদের মধ্যে যাঁরা কন্টেন্ট তৈরি করেন, দেশের সাধারণ মানুষের জীবনে তাঁদের প্রভাব কতখানি। এই প্রভাবকে আরও ফলপ্রসূ করে তোলার মতো সুযোগও আমাদের হাতে রয়েছে। আমরা সকলে মিলে আমাদের দেশের এই বিপুল জনগোষ্ঠীর জীবনযাত্রায় এক বিশেষ রূপান্তরও সম্ভব করে তুলতে পারি। আবার, আমরা সকলে মিলিতভাবে আরও অনেক ব্যক্তি মানুষের ক্ষমতায়ন ঘটিয়ে তাঁদের মধ্যে শক্তি সঞ্চার করতে পারি। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কোটি কোটি মানুষকে আমরা শিক্ষিত ও সচেতন করে তুলতে পারি। আর এইভাবেই আমরা পারি তাঁদের সকলের সঙ্গে একটি যোগসূত্রও গড়ে তুলতে।

বন্ধুরা, আমার চ্যানেলে রয়েছে হাজার হাজার ভিডিও। পরীক্ষা সম্পর্কে ভয়, ভীতি ও উদ্বেগ, প্রত্যাশা পূরণের উপায়, উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা যায় - এই সমস্ত বিষয়গুলির ওপর আমি যখন ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের কাছে আমার বক্তব্য উপস্থাপন করি, তা আমার মধ্যে এক ধরনের সন্তোষ এনে দেয়।

এই ধরনের সৃজনশীল কাজকর্মের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, আমি তাঁদের সঙ্গে অর্থাৎ, আপনাদের সঙ্গে কতকগুলি বিষয় আলোচনা করতে আগ্রহী। এই বিষয়গুলি জন-আন্দোলন, দেশবাসীর শক্তি ও ক্ষমতা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। এ সমস্ত কিছুই কাজ করে তাঁদের সাফল্যের পেছনে। 

যেমন, আমার আলোচনার প্রথম বিষয়টিই হল পরিচ্ছন্নতা। আপনারা জানেন যে স্বচ্ছ ভারত গত ৯ বছর ধরে এক বড় অভিযান বা আন্দোলনের রূপ ধারণ করেছে। এই আন্দোলনে অবদান রয়েছে প্রত্যেকেরই। দেশের শিশুরা আমাদের এই অভিযানে আবেগ ও শক্তি যুগিয়েছে। আবার, দেশের বিশিষ্টজনরা আমাদের এই প্রচেষ্টাকে উন্নীত করেছেন এক নতুন উচ্চতায়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই অভিযানকে একটি মিশন রূপে গ্রহণ করেছেন। আর আপনারা, অর্থাৎ ইউটিউবাররা আমাদের এই স্বচ্ছতা অভিযানকে আরও সফল করে তুলতে চেষ্টা চালিয়ে গেছেন।

কিন্তু, এখানেই আমাদের থেমে থাকলে চলবে না। যতদিন না স্বচ্ছতা ভারতের একটি ভাবমূর্তি রূপে গড়ে উঠতে পারে, ততদিন আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবেই। সুতরাং, আপনাদের প্রত্যেকের জীবনেই পরিচ্ছন্নতা, অর্থাৎ স্বচ্ছতাকে করে তুলতে হবে এক বিশেষ অগ্রাধিকার।

আমার আলোচ্য দ্বিতীয় বিষয়টি হল ডিজিটাল পদ্ধতিতে লেনদেন। আপনারা জানেন যে ইউপিআই-এর সাফল্যের ফলে বিশ্বে বর্তমানে যত সংখ্যক ডিজিটাল লেনদেন অনুষ্ঠিত হয়ে থাকে তার ৪৬ শতাংশ স্থানই অধিকার করে রয়েছে আমাদের দেশ। ডিজিটাল পদ্ধতিতে লেনদেনে আরও বেশি সংখ্যক দেশবাসীকে আপনারা অনুপ্রাণিত করে তুলতে পারেন। কিভাবে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করতে হয়, সে সম্পর্কে খুব সহজবোধ্য ভাষায় ভিডিওর মাধ্যমে তাঁদের কাছে পুরো বিষয়টি আপনারা ফুটিয়ে তুলতে পারেন।

আমার আজকের আরও একটি আলোচনার বিষয় হল ‘ভোকাল ফর লোকাল’। অর্থাৎ, দেশের স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ের পণ্য বা উৎপাদনকে বিশ্ব বাজারে বিপণনের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আমাদের দেশে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে অনেক পণ্যই উৎপাদিত হয়। আমাদের স্থানীয় শিল্পী ও কারিগরদের দক্ষতা সত্যিই বিস্ময়কর। তাই, আপনাদের কাজের মধ্য দিয়ে তাঁদের এই পণ্যগুলির খবর আপনারা বিশ্ব বাজারে পৌঁছে দিতে পারেন। আপনারা সাহায্য করতে পারেন ভারতের স্থানীয় ও আঞ্চলিক পণ্যগুলিকে বিশ্ব বাজারে বিপণনের ক্ষেত্রে।

আমার আরও একটি অনুরোধ রয়েছে আপনাদের কাছে। আপনারা অন্যদেরও অনুপ্রাণিত করুন, তাঁদের কাছে এই মর্মে এক আবেগের বার্তা তথা আবেদন পৌঁছে দিন যে দেশে উৎপাদিত এই ধরনের পণ্য যেন আমরা প্রয়োজনের মুহূর্তে অবশ্যই ক্রয় করি কারণ, এই পণ্যগুলির মধ্যে মিশে রয়েছে আমাদের দেশের মাটির সুগন্ধ তথা দেশের শিল্পী, কারিগর ও শ্রমিকদের স্বেদবিন্দু। খাদি, হস্তশিল্প, হস্তচালিত তাঁতসামগ্রী অথবা যে কোনো ধরনের উৎপাদিত পণ্যই হোক না কেন, সবকিছুর মধ্যেই যুক্ত রয়েছে এই মূল্যবান বৈশিষ্ট্য দুটি। তাই, আপনারা জাতিকে সচেতন করে তুলুন। সূচনা করুন এক বিশেষ জন-আন্দোলনের।

আমার পক্ষ থেকে আরও একটি প্রস্তাব রয়েছে আপনাদের কাছে। ইউটিউবার হিসেবে যেভাবে আপনারা পরিচিতি লাভ করেছেন, সেইভাবেই আপনারা আরও একটি কাজকে এর সঙ্গে যুক্ত করতে পারেন। আপনাদের ভিডিওর প্রতিটি এপিসোডের শেষে একটি করে প্রশ্ন আপনারা রাখতে পারেন যা কোনকিছু করার ছক বা পরিকল্পনাকে আরও উৎসাহিত করতে পারে যাতে সাধারণ মানুষ তাতে সামিল হয়ে আপনাদের কাছে তাঁদের মতামত তুলে ধরতে পারেন। এইভাবে আপনাদের জনপ্রিয়তা যেমন বৃদ্ধি পাবে, অন্যদিকে তেমনই সাধারণ মানুষ শুধু নিছক শ্রোতা বা দর্শক হয়েই থেমে থাকবেন না, কোনকিছুর সঙ্গে কর্মপ্রচেষ্টার মাধ্যমে নিজেদের যুক্ত করতেও উদ্বুদ্ধ হবেন।

আপনাদের সকলের সঙ্গে আজ এখানে এইভাবে কথা বলার মুহূর্তটি আমি সত্যিই উপভোগ করেছি। আপনাদের ভিডিওগুলির শেষে আপনারা কি বলে থাকেন? আপনারা যা বলে থাকেন আমি এখানে তারই পুনরাবৃত্তি করব : আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি স্পর্শ করুন যাতে আমার সমস্ত আপডেট আপনারা সেখানে পেয়ে যেতে পারেন।

আপনাদের সকলের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা।

 

  • कृष्ण सिंह राजपुरोहित भाजपा विधान सभा गुड़ामा लानी November 21, 2024

    जय श्री राम 🚩 वन्दे मातरम् जय भाजपा विजय भाजपा
  • Jitender Kumar Haryana BJP State President October 17, 2024

    BJP
  • Jitender Kumar Haryana BJP State President October 17, 2024

    🎤
  • Jitender Kumar Haryana BJP State President October 17, 2024

    🆔
  • Devendra Kunwar October 08, 2024

    BJP
  • Jitender Kumar Haryana BJP State President September 25, 2024

    MP by BJP why Not
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • Jitender Kumar Haryana BJP State President July 10, 2024

    🙏🇮🇳
  • Jitender Kumar Haryana BJP State President June 26, 2024

    Modi ka Parivar Membership Number 2392786
  • Jitender Kumar Haryana State President June 15, 2024

    Musepur village
Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
How has India improved its defence production from 2013-14 to 2023-24 since the launch of

Media Coverage

How has India improved its defence production from 2013-14 to 2023-24 since the launch of "Make in India"?
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM speaks with HM King Philippe of Belgium
March 27, 2025

The Prime Minister Shri Narendra Modi spoke with HM King Philippe of Belgium today. Shri Modi appreciated the recent Belgian Economic Mission to India led by HRH Princess Astrid. Both leaders discussed deepening the strong bilateral ties, boosting trade & investment, and advancing collaboration in innovation & sustainability.

In a post on X, he said:

“It was a pleasure to speak with HM King Philippe of Belgium. Appreciated the recent Belgian Economic Mission to India led by HRH Princess Astrid. We discussed deepening our strong bilateral ties, boosting trade & investment, and advancing collaboration in innovation & sustainability.

@MonarchieBe”