বন্ধুগণ,
ত্রৈকা স্পিরিটে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা ব্রাজিলকে আমাদের পূর্ণ সমর্থন দেব এবং আমরা নিশ্চিত যে তাঁদের নেতৃত্বে, জি-২০গোষ্ঠী আমাদের সমস্ত দেশের সম্মিলিত লক্ষ্যগুলিকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবে।
আমি ব্রাজিলের রাষ্ট্রপতি এবং আমার বন্ধু লুলা দ্য সিলভাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই৷ আর আমি তাঁর হাতে সভাপতিত্বের দায়িত্ব হস্তান্তর করছি।
আমি প্রেসিডেন্ট লুলাকে এই উপলক্ষ্যে তাঁর মতামত জানানোর জন্য আমন্ত্রণ জানাই।
সুধীবৃন্দ,
আপনারা সকলেই জানেন, নভেম্বর পর্যন্ত জি-২০ সভাপতিত্বের দায়িত্ব ভারতের হাতে রয়েছে। এখনো আড়াই মাস বাকি।
এই দুই দিনে আপনারা সবাই অনেক বক্তব্য তুলে ধরেছেন, পরামর্শ দিয়েছেন, অনেক প্রস্তাব রেখেছেন।
আমাদের অগ্রগতি কীভাবে ত্বরান্বিত করা যায় তা দেখার জন্য যে পরামর্শগুলি রাখা হয়েছে তা পর্যালোচনা করার দায়িত্ব আমাদের।
আমি প্রস্তাব রাখছি যে আমরা নভেম্বরের শেষে জি-২০ শীর্ষ সম্মেলনের আরেকটি ভার্চুয়াল অধিবেশন করব।
সেই অধিবেশনে আমরা এই শীর্ষ সম্মেলনের সময় গৃহীত সিদ্ধান্তগুলি পর্যালোচনা করতে পারি।
আমাদের টিম এই পর্যালোচনাগুলি বিস্তারিতভাবে আপনাদের সবার সাথে ভাগ করে নেবে।
আশা করি আপনারা সবাই এর সাথে যুক্ত হবেন।
সুধীবৃন্দ,
এটুকু বলেই আমি এই জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি।
এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ এর পরিকল্পনা সুন্দর হোক।
স্বস্তি অস্তু বিশ্বস্য!
অর্থাৎ, সমগ্র বিশ্বে আশা ও শান্তি সঞ্চারিত হোক।
১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এই মঙ্গলকামনা করে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।