প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ আহমেদাবাদে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট (IAP)-এর ৬০তম জাতীয় সম্মেলনে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সান্ত্বনা, আশা, স্থিতিস্থাপকতা এবং সুস্থতার প্রতীক হিসেবে ফিজিওথেরাপিস্টদের গুরুত্ব স্বীকার করেন। তিনি বলেন একজন ফিজিওথেরাপিস্ট, শুধুমাত্র শারীরিক আঘাতের চিকিৎসাই করেন না বরং রোগীকে মানসিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস যোগান।
প্রধানমন্ত্রী ফিজিওথেরাপিস্টদের কাজের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং প্রয়োজনের সময়ে সহায়তা প্রদানের এই মনোভাব কিভাবে শাসন ব্যবস্থাকেও প্রসারিত করে সে সম্পর্কে উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংক, শৌচাগার, নলবাহিত জল, বিনামূল্যে চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মতো মৌলিক চাহিদার পূরনের মাধ্যমে দেশের দরিদ্র ও মধ্যবিত্তরা স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন। প্রধানমন্ত্রী আরো বলেন, "তাদের দক্ষতার সাহায্যে নতুন উচ্চতায় পৌঁছতে সক্ষম তা আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছি।"
একইভাবে, তিনি এই পেশার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করেন। তিনি বলেন, রোগীদের আত্মনির্ভর করে তোলার মাধ্যমে ভারতও আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে। এই পেশাটি 'সবকা প্রয়াস'-এরও প্রতীক বলেও তিনি উল্লেখ করেন। স্বচ্ছ ভারত এবং বেটি বাঁচাও-এর মতো অনেক পরিকল্পনা এবং জন আন্দোলনেও এই ভাবনা প্রতিফলিত হয়, বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী ফিজিওথেরাপির চিন্তা ভাবনারওপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন যে আজাদি কা অমৃত মহোৎসবে, ফিজিওথেরাপিস্টরা পেশা হিসাবে একটি বহু প্রতীক্ষিত স্বীকৃতি পেয়েছেন কারণ সরকার জাতীয় কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল বিল এনেছে যা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ফিজিওথেরাপিস্টদের অবদানকে স্বীকৃতি দেয়। তিনি বলেন, “এটি আপনাদের সকলের জন্য ভারতের পাশাপাশি বিদেশে কাজ করার পথ সহজ করেছে। সরকার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন নেটওয়ার্কে ফিজিওথেরাপিস্টদেরও যুক্ত করেছে। এটি আপনাদের জন্য রোগীদের কাছে পৌঁছানোকে সহজ করে দিয়েছে”। প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়া কর্মসূচী এবং খেলো ইন্ডিয়ার ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টদের জন্য ক্রমবর্ধমান সুযোগগুলিরলও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী ফিজিওথেরাপিস্টদের সঠিক ভঙ্গি, সঠিক অভ্যাস, সঠিক ব্যায়াম জনগণকে শেখানোর অনুরোধ জানান। তিনি বলেন, “এটা গুরুত্বপূর্ণ যে মানুষ সুস্থতার বিষয়ে সঠিক পন্থা অবলম্বন করে। আপনারা নিবন্ধ এবং বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমেও এটি করতে পারেন. এবং আমার তরুণ বন্ধুরা রিল এর মাধ্যমে এটা করতে পারে”।
ফিজিওথেরাপির ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এটা আমার অভিজ্ঞতা যে যোগের দক্ষতা যখন একজন ফিজিওথেরাপিস্টের সংগে যখন একত্রিত হয়, তখন এর শক্তি বহুগুণ বেড়ে যায়। শরীরের সাধারণ সমস্যা সমাধানে ফিজিওথেরাপির প্রয়োজন হয়, কখনও কখনও যোগব্যায়ামের সাহায্যেও এর সমাধান করা হয়। এজন্য আপনাকে ফিজিওথেরাপির পাশাপাশি যোগব্যায়ামও জানতে হবে। এটি আপনার পেশাগত জীবনে দক্ষতা বাড়াবে।"
ফিজিওথেরাপি পেশার একটি বড় অংশ প্রবীণ নাগরিকদের সঙ্গে যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী অভিজ্ঞতা ও কমনীয় থাকার দক্ষতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এই পেশাকে নথিভুক্ত করতে এবং শিক্ষাগত কাগজপত্র ও বিশ্বের সামনে উপস্থাপন করতে বলেন।
শ্রী মোদী ভিডিও পরামর্শ এবং টেলি-মেডিসিনের মাধ্যমে এই চিকিৎসা পদ্ধতিকে ছড়িয়ে দেবার আহ্বান জানান। তিনি বলেন যে এই পদ্ধতি তুরস্কের ভূমিকম্পের মতো পরিস্থিতিতে কার্যকর হতে পারে। সেখানে এখন প্রচুর সংখ্যক ফিজিওথেরাপিস্ট প্রয়োজন এবং ভারতীয় ফিজিওথেরাপিস্টরা মোবাইল ফোনের মাধ্যমে তুরস্কবাসীকে সাহায্য করতে পারেন। শ্রী মোদী ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনকে এই বিষয়ে চিন্তা ভাবনা করতে করতে বলেন। সবশেষে প্রধানমন্ত্রী বলেন "আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে আপনাদের মতো বিশেষজ্ঞদের নেতৃত্বে, ভারত ফিট এবং সুপার হিট হবে"।