প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর. বাইডেন, আজ ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউসে ভারত-মার্কিন হাই-টেক হ্যান্ডশেক ইভেন্টে যোগ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কিন বাণিজ্য সচিব, জিনা রাইমন্ডো। বিভিন্ন প্রযুক্তি সংস্থা ও স্টার্টআপগুলির নেতৃস্থানীয় ভারতীয় এবং মার্কিন সিইও-রা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ ফোরামের মূল ভাবনা ছিল 'সকলের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা' এবং 'মানবসভ্যতার জন্য উৎপাদন'।
দুই নেতা এই অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীরতর প্রযুক্তি সহযোগিতা পর্যালোচনার সুযোগ গ্রহণ করেন। দু দেশের নাগরিক এবং বিশ্বের চাহিদা মেটাতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গ্রহণের ক্ষেত্রে ভারত-মার্কিন প্রযুক্তি অংশীদারিত্বের ভূমিকা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সিইওরা তাঁদের বক্তব্যে বিশ্বব্যাপী সহযোগিতা গড়ে তুলতে দুই দেশের প্রযুক্তি ব্যবস্থাপনা, ভারতের প্রতিভাবান কর্মীবাহিনী এবং ডিজিটাল গণ পরিকাঠামো নির্মাণে ভারতের অগ্রগতির মধ্যে বিদ্যমান সংযোগগুলিকে কাজে লাগানোর উপায়গুলি অন্বেষণ করেন। তাঁরা কৌশলগত সহযোগিতা, মান নির্ধারণে সহযোগিতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করতে সংশ্লিষ্ট শিল্পগুলির মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আর্থ-সামাজিক উন্নয়নে ভারত-মার্কিন প্রযুক্তি সহযোগিতাকে কাজে লাগানোর অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে ভারতের প্রতিভাবান যুবকদের অবদানেরও প্রশংসা করেন তিনি । প্রেসিডেন্ট বাইডেন জৈবপ্রযুক্তি এবং কোয়ান্টাম সহ নতুন নতুন ক্ষেত্রে ভারত-মার্কিন প্রযুক্তিগত অংশীদারিত্ব প্রসারিত করতে সিইওদের আহ্বান জানান। ভারত-মার্কিন অংশীদারিত্ব দুই দেশের মানুষ এবং সমগ্র বিশ্বের জন্য উন্নত ভবিষ্যত গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে দুই নেতা অভিমত প্রকাশ করেন।