Close relations between India and Finland based on shared values of democracy, rule of law, equality, freedom of speech, and respect for human rights: PM
PM Modi invites Finland to join the International Solar Alliance (ISA) and the Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)

সুধী,
নমস্কার !
আপনার বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ, 
 
সুধী,  
 
কোভিড-১৯এর কারণে ফিনল্যান্ডে প্রাণহানির ঘটনায় ভারতের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাই। আপনার নেতৃত্বে ফিনল্যান্ড যথাযথভাবে এই মহামারীর মোকাবিলা করতে পেরেছে। এরজন্য আপনাকে অভিনন্দন জানাই। 
 
সুধী, 
 
এই মহামারীর সময় ভারত দেশের এবং সারা বিশ্বের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। গত বছর আমরা ১৫০টির বেশি দেশকে ওষুধ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী পাঠিয়েছি। সম্প্রতি আমরা ভারতে তৈরি টিকার ৫ কোটি ৮০ লক্ষ ডোজ প্রায় ৭০টি দেশকে সরবরাহ করেছি। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সাধ্য অনুসারে সমস্ত মানবজাতিকে আমরা সাহায্য করে যাব।
 
সুধী, 
 
ফিনল্যান্ড এবং ভারত নিয়মানুযায়ী, স্বচ্ছ, মানবিক ও গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী। প্রযুক্তি, উদ্ভাবন, পরিবেশ বান্ধব জ্বালানী, পরিবেশ শিক্ষা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশই নিবিড় সহযোগিতা বজায় রেখে চলে। কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক পুনরুদ্ধারে সব ক্ষেত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিনল্যান্ড পরিবেশ বান্ধব জ্বালানীর ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব দিচ্ছে এবং ভারতের জন্য আপনার দেশ গুরুত্বপূর্ণ অংশীদার। আপনি যেমন পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমিও মাঝে মধ্যে আমার বন্ধু-বান্ধবদের সাথে মজা করে বলি আমরা প্রকৃতির প্রতি এতই অবিচার করেছি যে সে আমাদের ওপর রেগে গেছে। আর তাই আজ আমরা,  সব মানুষ বাধ্য হয়েছি মাস্কের আড়ালে আমাদের মুখগুলিকে ঢেকে রাখতে। ভারতে জলবায়ু পরিবর্তনের প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা কিছু উচ্চাকাঙ্খী পরিকল্পনা গ্রহণ করেছি। ২০৩০ সালের মধ্যে ৪৫০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য জ্বালানী উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে আন্তর্জাতিক সৌর জোট এবং কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাসট্রাকচার (সিডিআরআই)এর মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফিনল্যান্ডকে আন্তর্জাতিক সৌর জোট এবং সিডিআরআই-তে যোগদানের জন্য আমি অনুরোধ করছি। ফিনল্যান্ডের অভিজ্ঞতা থেকে এইসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান অত্যন্ত উপকৃত হতে পারবে। 
 
সুধী, 
 
অত্যাধুনিক নতুন প্রযুক্তি, ডিজিটাল পরিকাঠামো, শিক্ষা ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে ফিনল্যান্ড অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। এই ক্ষেত্রগুলিতে সহযোগিতার অনেক সম্ভাবনা রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি, মোবাইল প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় নতুন যে অংশীদারিত্ব ঘোষণা করা হল তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমাদের শিক্ষা মন্ত্রক উচ্চস্তরে এ বিষয়ে আলাপ-আলোচনা শুরু করবে। আমি আশা করব আজকের এই শীর্ষ সম্মেলন ভারত-ফিনল্যান্ডের মধ্যে সম্পর্ককে আরও বিকশিত করবে। 
 
সুধী,
 
আজ এটি আমাদের প্রথম বৈঠক। আমি আশা করব এরপর আমরা মুখোমুখি মিলিত হব। কিন্তু গত এক বছর ধরে আমরা প্রযুক্তির সহায়তায় ভার্চুয়াল বৈঠক করতে অভ্যস্থ হয়ে গেছি। তবে পর্তুগালে ভারত-ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলন এবং ডেনমার্কে ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে আমাদের দেখা হওয়ার সুযোগ হবে, এরজন্য আমি আনন্দিত। আমি আপনাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দয়া  করা আপনার সুবিধামতো সময়ে ভারতে আসবেন। আমি আমার স্বাগত ভাষণ এখনেই শেষ করছি। পরবর্তী অধিবেশনে আমরা আরও আলোচনা করবো।
অনেক ধন্যবাদ।
Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi