"ধর্ম বিশ্বাস ও আধ্যাত্মিকতা থেকে পর্যটন, কৃষি ও শিক্ষা থেকে দক্ষতা বিকাশ – প্রতিটি ক্ষেত্রেই চমৎকারভাবে কাজ করে গেছে মধ্যপ্রদেশ রাজ্যটি"
“বিশ্বের বিভিন্ন সংস্থা ও সংগঠন ভারতের উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে”
“২০১৪ সাল থেকেই সংস্কার, রূপান্তর ও কর্মতৎপরতার পথ ভারত অনুসরণ করে চলেছে”
“একটি স্থায়ী সরকার, স্থির সঙ্কল্পে অবিচলিত সরকারি সিদ্ধান্ত এবং সঠিক দিশায় সদিচ্ছার সঙ্গে এগিয়ে চলার সরকারি উদ্যোগ উন্নয়নে গতি সঞ্চার করেছে নজিরবিহীন উপায়ে”
“ডেডিকেটেড ফ্রেট করিডর, শিল্প করিডর, এক্সপ্রেসওয়ে এবং লজিস্টিক পার্ক – এর সবক’টিই হল নতুন ভারতের এক একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য”
“প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যানটি হয়ে উঠেছে দেশের পরিকাঠামো গঠনের ক্ষেত্রে এক বিশেষ জাতীয় মঞ্চ”
“ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও প্রতিযোগিতামুখী করে তোলার লক্ষ্য নিয়ে আমরা বাস্তবায়িত করেছি জাতীয় লজিস্টিক নীতি”
“বিনিয়োগ কর্তাদের ভারতের পিএলআই কর্মসূচির সুযোগটি সর্বোচ্চ মাত্রায় গ্রহণ করার জন্য আবেদন জানাই”
“মাত্র কয়েকদিন আগেই গ্রিন হাইড্রোজেন মিশন আমরা অনুমোদন করেছি। এর ফলে, বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে ৮ লক্ষ কোটি টাকার মতো”

ভারত বর্তমানে বিশ্বে বিনিয়োগের একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। ২০১৪ সাল থেকেই সংস্কার, রূপান্তর ও কর্মতৎপরতা – এই ধারণাকে অবলম্বন করে আমরা উন্নয়নের পথে এগিয়ে চলেছি। ‘আত্মনির্ভর ভারত’ গঠনের এই পথকে আমাদের নিরন্তরভাবে অনুসরণ করে যেতে হবে। এমনকি, শতাব্দীর এক বিরলতম সঙ্কট মুহূর্তেও সংস্কার কর্মসূচিকে আশ্রয় করে আমরা নিরন্তরভাবেই আমাদের কর্মপ্রচেষ্টাকে অব্যাহত রেখেছি।

আজ মধ্যপ্রদেশের ইন্দোরে বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ভাষণদানকালে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ধর্ম বিশ্বাস ও আধ্যাত্মিকতা থেকে পর্যটন, কৃষি ও শিক্ষা থেকে দক্ষতা বিকাশ – প্রতিটি ক্ষেত্রেই চমৎকারভাবে কাজ করে গেছে মধ্যপ্রদেশ রাজ্যটি। বিনিয়োগ সম্পর্কিত এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন ‘অমৃতকালের লক্ষ্যে’ আমাদের যাত্রার শুভ সূচনা ঘটেছে। যখনই আমরা এক উন্নত ভারতের কথা উল্লেখ করি, তখন তা শুধুমাত্র আমাদের আশা-আকাঙ্খাকেই ব্যক্ত করে না, প্রতিটি ভারতবাসীর স্থির সংকল্পকেই তা সকলের সামনে তুলে ধরে।

বিশ্বের বিভিন্ন সংস্থা ও সংগঠন কিভাবে ভারতের উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে, তার দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অর্থ ভান্ডার বর্তমানে ভারতকে বিশ্ব অর্থনীতির এক উজ্বল কেন্দ্রবিন্দু বলে মনে করে। অন্যদিকে, বিশ্ব ব্যাঙ্কের ধারণা, বিশ্বের হাজারো সমস্যার মোকাবিলায় অন্যান্য দেশের তুলনায় ভারত এগিয়ে রয়েছে বেশ কয়েক কদম। জি-২০ গোষ্ঠীর সম্মেলনে দ্রুততম গতিতে বিকাশশীল একটি রাষ্ট্র হিসাবে ভারতের আত্মপ্রকাশ ঘটতে চলেছে। ভারতে বর্তমানে যে হারে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করেছে, তা এক কথায় অভূতপূর্ব। আজকের এই সম্মেলনে উপস্থিত বিদেশি অতিথিরাও এর সত্যতাই প্রতিষ্ঠিত করছেন। ভারতের এই সাফল্যের পেছনে এক শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো, তরুণ প্রজন্মের মেধাশক্তি, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্থির আশাবাদ ও উচ্চাকাঙ্খাই যে বিশেষভাবে উৎসাহ যুগিয়েছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।

শ্রী মোদী বলেন, একটি স্থায়ী সরকার, স্থির সংকল্পে অবিচল প্রশাসন এবং সঠিক লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া একথাই প্রমাণ করেছে যে, উন্নয়ন আমাদের কাছে অধরা কিছুই নয়। প্রসঙ্গত, সংস্কার কর্মসূচির বিভিন্ন দিকগুলির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী তাঁর এদিনের ভাষণে। ‘এক দেশ, এক অভিন্ন কর ব্যবস্থা’ অর্থাৎ জিএসটি-র প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ যে স্বয়ংক্রিয় পথ ধরে আসতে শুরু করেছে, একথারও উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, খনি, প্রতিরক্ষা ও মহাকাশের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ প্রচেষ্টাকেও আমরা স্বাগত জানিয়েছি। শ্রম আইনের হাজার হাজার জটিলতাকে পরিহার করে আমরা মাত্র ৪টি বিধি নিয়মের মধ্যে তাকে নিয়ে আসতে পেরেছি। শিল্প প্রচেষ্টার ক্ষেত্রে বাধ্যবাধকতার বোঝাকে কমিয়ে আনতে কেন্দ্র ও রাজ্য পর্যায়ের বিশেষ উদ্যোগও গ্রহণ করা হয়েছে। গত কয়েক বছরে বেশ কয়েক হাজার বাধ্যবাধকতাকে আমরা বিদায় জানিয়েছি। একটি মাত্র জাতীয় ব্যবস্থার আওতায় প্রায় ৫০ হাজার অনুমোদন দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে দ্রুততার সঙ্গে।

আধুনিক এবং বহু উদ্দেশ্যসাধক পরিকাঠামো উন্নয়ন যে বিনিয়োগ সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে, একথারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান যে, গত ৮ বছরে জাতীয় মহাসড়কগুলির নির্মাণ কাজে গতি এসেছে প্রায় দ্বিগুণ। এর সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠছে দেশের নতুন নতুন বিমান বন্দরও। দেশের নৌ-বন্দরগুলির পণ্য ওঠা-নামার ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে বেশ কয়েকগুণ। ডেডিকেটেড ফ্রেড করিডর, শিল্প করিডর, এক্সপ্রেসওয়ে, লজিস্টিক্স পার্ক – এ সমস্ত কিছুই উন্নত ভারতের একেকটি বিশেষ দিক। প্রধানমন্ত্রী গতি শক্তি মাস্টার প্ল্যানটি হয়ে উঠেছে দেশের পরিকাঠামো গঠনের ক্ষেত্রে এক বিশেষ জাতীয় মঞ্চ। ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও প্রতিযোগিতামুখী করে তোলার লক্ষ্য নিয়ে আমরা বাস্তবায়িত করেছি জাতীয় লজিস্টিক নীতি।

দেশের ডিজিটাল পরিকাঠামোর প্রসঙ্গটিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্মার্ট ফোনের মাধ্যমে ডেটার সুযোগ, গ্লোবাল ফিনটেক এবং আইটি-বিপিএন – এর ক্ষেত্রেও বর্তমানে ভারতের অবস্থান বিশ্বের প্রথম সারিতে। বিমান পরিবহণের ক্ষেত্রে ভারত হ’ল বিশ্বের তৃতীয় বৃহত্তম একটি দেশ। দেশের প্রতিটি গ্রামকে এখন যুক্ত করা হচ্ছে অপ্টিক্যাল ফাইবারের মাধ্যমে। ৫-জি নেটওয়ার্কের সম্প্রসারণও ঘটছে দ্রুততার সঙ্গে। ৫-জি পরিষেবার আশ্রয় গ্রহণ করে প্রতিটি শিল্প সংস্থার জন্য নতুন নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করা হচ্ছে।

সম্মেলনে উপস্থিত বিনিয়োগ কর্তাদের ভারতের পিএলআই কর্মসূচির সুযোগটি সর্বোচ্চ মাত্রায় গ্রহণ করার জন্য আবেদন জানান প্রধানমন্ত্রী।

সবুজ জ্বালানী শক্তির লক্ষ্যে ভারতের উচ্চাকাঙ্খার কথাটিও সম্মেলনে ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মাত্র কয়েকদিন আগেই গ্রিন হাইড্রোজেন মিশন আমরা অনুমোদন করেছি। এর ফলে, বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে ৮ লক্ষ কোটি টাকার মতো। এই প্রচেষ্টা ভারতকে বিনিয়োগের একটি আদর্শ গন্তব্য রূপেই তুলে ধরেনি। সেই সঙ্গে, পরিবেশ-বান্ধব জ্বালানী শক্তির চাহিদা মেটানোর উপযুক্ত একটি দেশ বলেও বিশ্বের কাছ থেকে ভারতকে স্বীকৃতি এনে দিয়েছে। ভারতের এই উচ্চাকাঙ্খামূলক কর্মসূচিগুলির সুযোগ গ্রহণ করার জন্য বিনিয়োগ কর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

 

 

 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi