প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফরাসী রাষ্ট্রপতি শ্রী ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ১৪ই জুলাই প্যারিসের এলিজা প্যালেসে একান্ত এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন।
উভয় নেতা প্রতিরক্ষা ও নিরাপত্তা, অসামরিক ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তি, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, মহাকাশ, জলবায়ু এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
আলোচনায় ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর কার্যকলাপ, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও স্থান পেয়েছে।
বৈঠকে 'হরাইজন ২০৪৭ : ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ' সহ বিভিন্ন উচ্চকাঙ্খী নথির প্রতিবেদন প্রকাশ এবং গ্রহণ করা হয়।
এবছরের সেপ্টেম্বরে জি-২০ গোষ্ঠীর নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলন নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ফরাসী রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি শ্রী ম্যাক্রোঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন।