জাপানের প্রধানমন্ত্রী শ্রী ফুমিও কিশিদার সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রয়াণে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী আবের ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ ও উন্মুক্ত বাণিজ্যিক দৃষ্টিভঙ্গী রূপায়ণ এবং ভারত – জাপান সহযোগিতাকে সুদৃঢ় করার কথা স্মরণ করেন।
উভয় নেতার মধ্যে ভারত – জাপান দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে গঠনমূলক আলোচনা হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। ভারত – জাপান বিশেষ কৌশলগত ও বিশ্ব সহযোগিতাকে আরও মজবুত করতে উভয় নেতাই পুনরায় সংকল্প ব্যক্ত করেন। এছাড়াও, এই অঞ্চলে আন্তর্জাতিক গোষ্ঠী ও প্রতিষ্ঠানগুলির সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারেও তাঁরা অঙ্গীকার ব্যক্ত করেন।
岸田首相と有意義な会談をしました。私たちは印日関係に関わる様々な事項について話し合いました。安倍晋三元首相の悲劇的な死に対するお悔やみをお伝えしました。@kishida230 pic.twitter.com/fqeljRCHJ2
— Narendra Modi (@narendramodi) September 27, 2022
Had a fruitful meeting with PM Kishida. We discussed various bilateral subjects. I conveyed my condolences on the tragic demise of former PM Shinzo Abe. @kishida230 pic.twitter.com/B46HQ4tbca
— Narendra Modi (@narendramodi) September 27, 2022