প্রধানমন্ত্রী ২০ মে, ২০২৩-এ হিরোশিমায় জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি শ্রী ভলোদেমির জেলেনস্কির সঙ্গে।
প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের সংঘর্ষ সারা বিশ্বের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এতদসত্ত্বেও তিনি জোর দিয়ে বলেছেন যে এটি তাঁর কাছে কোনও রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয় নয়, এটি মানবিক মূল্যবোধের মানবিকতার বিষয়।
প্রধানমন্ত্রী ভারতীয় ছাত্রদের নিরাপদে দেশে ফেরাতে ইউক্রেনের সহযোগিতার প্রশংসা করেন এবং ওই ছাত্রদের জন্য ভারতে পরীক্ষার আয়োজন করার ইউক্রেনীয় প্রতিষ্ঠানগুলির সিদ্ধান্তকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী জানান, আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে ভারত সর্বপ্রকার সহায়তা করবে। তিনি বলেন, পরিস্থিতির সমাধানের জন্য ভারত এবং প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে যথাসাধ্য প্রয়াস চালাবেন।
প্রধানমন্ত্রী বলেন, ভারত ইউক্রেনের মানুষদের মানবিক সাহায্য চালিয়ে যাবে। রাষ্ট্রপতি জেলেনস্কি ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। দুই পক্ষই একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলার কথা বলেন।
Met President @ZelenskyyUa in Hiroshima. Conveyed our clear support for dialogue and diplomacy to find a way forward. We will continue extending humanitarian assistance to the people of Ukraine. pic.twitter.com/1srbIIJUB3
— Narendra Modi (@narendramodi) May 20, 2023
Зустрівся з Президентом @ZelenskyyUa в Хіросімі. Висловив нашу чітку підтримку діалогу та дипломатії для пошуку способу рухатися далі. Ми продовжуватимемо надавати гуманітарну допомогу народу України. pic.twitter.com/EOyPtHdeBu
— Narendra Modi (@narendramodi) May 20, 2023