প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টোকিওতে সফটব্যাঙ্ক কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড ডিরেক্টর মিঃ মাসাওসি সনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের নতুন শিল্পোদ্যোগ বা স্টার্টআপের সঙ্গে যুক্ত ক্ষেত্রে সফটব্যাঙ্কের ভূমিকার প্রশংসা করেছেন। ভারতে প্রযুক্তি, জ্বালানী ও আর্থিক ক্ষেত্রের মত গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতে সফটব্যাঙ্কের অংশগ্রহণের দিকটি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
ভারতে সহজে ব্যবসা করার ক্ষেত্রে যে সব সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে, আলোচনায় সেই বিষয়গুলিও স্থান পেয়েছে। এ ছাড়াও দেশে সফটব্যাঙ্কের বিনিয়োগ বাড়ানোর সম্ভাব্য জায়গাগুলির বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব নিয়েও তাঁরা আলোচনা করেছেন।
In Tokyo, PM @narendramodi interacted with Founder @SoftBank_Group, Mr. Masayoshi Son. The subjects discussed include India's strides in the world of StartUps, opportunities in research, technology and ways to boost investment linkages. pic.twitter.com/dqvGTUn7Hj
— PMO India (@PMOIndia) May 23, 2022