প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিশু উপলক্ষে কেরলবাসী ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা মালায়ালিদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইটে শ্রী মোদী বলেছেন, “কেরলবাসীকে ভিশুর শুভেচ্ছা। উৎসবের এই মুহূর্তে আমি সারা বিশ্বে ছড়িয়ে থাকা মালায়ালিদেরকেও উষ্ণ শুভেচ্ছা জানাই। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুস্বাস্থ্য ও আনন্দ নিয়ে আসুক।”
Happy Vishu to everyone. pic.twitter.com/aXrIBw1SY3
— Narendra Modi (@narendramodi) April 14, 2021