প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোয়াড লিডার্সদের শীর্ষ সম্মেলনের ফাঁকে গতকাল ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাননীয় স্কট মরিসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। করোনা পরবর্তী সময়ে দু দেশের শীর্ষ নেতার মধ্যে এটাই ছিল প্রথম বৈঠক। এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল মাধ্যমে ২০২০ সালের ৪ জুন দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যখন ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বিশেষ পথে উন্নীত হয়েছিল।
এদিনের বৈঠকে দু দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং বিশ্বের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। ভারত ও অস্ট্রেলিয়ার বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে সাম্প্রতিক বৈঠক নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।
দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি নিয়ে দু'দেশের নেতা সন্তোষ প্রকাশ করেন।
জলবায়ু পরিবর্তনের বিষয়টি জরুরি ভিত্তিতে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে আরো বেশি করে আলোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। দু দেশের প্রধানমন্ত্রী ক্লিন টেকনোলজির সম্ভাবনার কথা আলোচনা করেন।
অতিমারি পরবর্তী পর্যায় কে কাটিয়ে উঠতে উভয় দেশকে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।
উভয় নেতা অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ও সামাজিক বিকাশে প্রবাসী ভারতীয়দের অবদানের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মহামান্য স্কট মরিসনকে ভারত সফরের জন্য পুনরায় আমন্ত্রণ জানিয়েছেন।
Advancing friendship with Australia.
— PMO India (@PMOIndia) September 23, 2021
PM @ScottMorrisonMP held talks with PM @narendramodi. They discussed a wide range of subjects aimed at deepening economic and people-to-people linkages between India and Australia. pic.twitter.com/zTcB00Kb6q