প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন । এই রাজ্য প্রতিষ্ঠা ও উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি । শ্রী মোদী মানিক্য রাজবংশের সময়কাল থেকে রাজ্যের মর্যাদা রক্ষায় যারা অবদান রেখেছেন তাদের কথাও উল্লেখ করেন । রাজ্যের সাধারণ মানুষের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা জানান তিনি ।
প্রধানমন্ত্রী ৩ বছরের সময়কালে উন্নয়নের কথা তুলে ধরেন এবং তিনি জানান, ডবল ইঞ্জিনের সরকারের নিরলস প্রচেষ্টার ফলে ত্রিপুরায় একাধিক সুযোগ-সুবিধা তৈরি হয়েছে । এক্ষেত্রে তিনি ত্রিপুরার একাধিক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন । প্রধানমন্ত্রী জানান, পরিকাঠামো নির্মাণের মাধ্যমে এই রাজ্যটি দ্রুত বাণিজ্য করিডরের কেন্দ্রে পরিণত হচ্ছে । সড়ক, রেলপথ, আকাশপথ, অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে ত্রিপুরা আজ বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হয়েছে । ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরার দীর্ঘদিনের অমীমাংসিত দাবি পূরণ করে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরে প্রবেশাধিকার পেয়েছে । ২০২০ সালে আখাউড়া সুসংহত চেকপোস্টের মাধ্যমে এই রাজ্যটিতে বাংলাদেশ থেকে প্রথম কার্গো এসে পৌঁছেছে । এদিন প্রধানমন্ত্রী মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের সাম্প্রতিক সম্প্রসারণের কথাও তুলে ধরেন ।
প্রধানমন্ত্রী দরিদ্র পাকা বাড়ি এবং আবাসন নির্মাণে নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে এরাজ্যে ভালো কাজ হয়েছে বলেও জানান । যে লাইটহাউস প্রকল্পগুলি ৬টি রাজ্যে শুরু করা হয়েছে, তার মধ্যে অন্যতম হল ত্রিপুরা । তিনি বলেন, গত ৩ বছরে এই কাজ যথেষ্ট এগিয়েছে । তিনি আরও জানান, প্রশাসন পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা থেকে পরিকাঠামোগত উন্নয়ন- এই পদক্ষেপগুলি আগামী কয়েক দশকের জন্য এ রাজ্যকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে । সমস্ত গ্রামে সুবিধা পৌঁছে দেওয়া এবং ত্রিপুরাবাসীর জীবনকে আরও সহজ ও উন্নত করতে সবরকম প্রয়াস চালানো হচ্ছে ।
প্রধানমন্ত্রী বলেন, ভারত যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে ত্রিপুরা রাজ্যও তখন ৭৫ বছর পূরণ করবে । তিনি জানান, “ নতুন সংকল্প এবং নতুন সুযোগের জন্য এ এক অসাধারণ সময় ।”
त्रिपुरा का इतिहास हमेशा से गरिमा से भरा रहा है।
— PMO India (@PMOIndia) January 21, 2022
माणिक्य वंश के सम्राटों के प्रताप से लेकर आज तक, एक राज्य के रूप में त्रिपुरा ने अपनी भूमिका को सशक्त किया है।
जनजातीय समाज हो या दूसरे समुदाय, सभी ने त्रिपुरा के विकास के लिए पूरी मेहनत के साथ, एकजुटता के साथ प्रयास किए हैं: PM
त्रिपुरा आज विकास के जिस नए दौर में, नई बुलंदी की तरफ बढ़ रहा है, उसमें त्रिपुरा के लोगों की सूझबूझ का बड़ा योगदान है।
— PMO India (@PMOIndia) January 21, 2022
सार्थक बदलाव के 3 साल इसी सूझबूझ का प्रमाण हैं: PM @narendramodi
आज त्रिपुरा अवसरों की धरती बन रही है।
— PMO India (@PMOIndia) January 21, 2022
आज त्रिपुरा के सामान्य जन की छोटी-छोटी ज़रूरतें पूरा करने के लिए डबल इंजन की सरकार निरंतर काम कर रही है।
तभी तो विकास के अनेक पैमानों पर त्रिपुरा आज बेहतरीन प्रदर्शन कर रहा है: PM @narendramodi
आज एक तरफ त्रिपुरा गरीबों को पक्के घर देने में प्रशंसनीय काम कर रहा है, तो दूसरी तरफ नई टेक्नोलॉजी को भी तेजी से अपना रहा है।
— PMO India (@PMOIndia) January 21, 2022
हाउसिंग कंस्ट्रक्शन में नई टेक्नॉलॉजी का उपयोग देश के जिन 6 राज्यों में हो रहा है, उनमें त्रिपुरा भी एक है: PM @narendramodi