প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেঘালয়ের রাজ্যের ৫০-তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন । এই রাজ্য প্রতিষ্ঠা ও উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের সকলকেই তিনি শ্রদ্ধা জানান । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পর তাঁর উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের বৈঠকে যোগ দিতে শিলং সফরের কথা স্মরণ করেন । ৩-৪ দশক পর প্রথম কোন প্রধানমন্ত্রী এই রাজ্য সফর করেছিলেন । প্রকৃতির কাছাকাছি থাকা মানুষ হিসেবে তাদের পরিচয় আরও জোরদার করে তোলার জন্য এই রাজ্যের বাসিন্দারা অনন্য নজির সৃষ্টি করেছেন । শ্রী মোদী বলেন, “মেঘালয় বিশ্বকে প্রকৃতি, অগ্রগতি, সংরক্ষণ এবং পরিবেশ-স্থায়িত্বের বার্তা দিয়েছে ।”
প্রতিটি গ্রামে ‘হুইসলিং ভিলেজ’ এবং গায়কদের ঐতিহ্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শিল্প ও সঙ্গীতের ক্ষেত্রে এরাজ্যের অবদানের কথা তুলে ধরেন । তিনি বলেন, এই ভূমি প্রতিভাবান শিল্পীদের তৈরি করেছে এবং শিলং চেম্বার কয়্যার এটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে । মেঘালয়ের সমৃদ্ধশালী ক্রীড়া সংস্কৃতি থেকে দেশের বহু প্রত্যাশা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন ।
প্রধানমন্ত্রী জৈব চাষের ক্ষেত্রে রাজ্যে ক্রমবর্ধমান খ্যাতির কথা জানান । তিনি বলেন, “মেঘালয়ের বোনেরা বাঁশ বুননের শিল্পকে পুনরুজ্জীবিত করেছে এবং এখানকার কঠোর পরিশ্রমী কৃষকরা জৈব রাজ্য হিসেবে মেঘালয়ের পরিচিতিকে শক্তিশালী করেছে।”
প্রধানমন্ত্রী উন্নত সড়ক, রেল ও বিমান যোগাযোগের জন্য সরকারের প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন । তিনি বলেন, রাজ্যের জৈব পণ্যগুলির জন্য নতুন দেশীয় ও বিশ্বব্যাপী বাজার নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে । রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবরকম প্রয়াস চালাচ্ছে । প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনা এবং জাতীয় জীবিকা মিশনের মতো প্রকল্পগুলি মেঘালয়কে বিশেষভাবে সাহায্য করেছে । ২০১৯ সালে যেখানে মাত্র ১ শতাংশ পরিবারে জল জীবন মিশনের আওতায় পাইপবাহিত জল পৌঁছে যেত, সেখানে এখন ৩৩ শতাংশ পরিবারে সেই জল পৌঁছে যাচ্ছে । প্রধানমন্ত্রী জানান, টিকা বন্টনের জন্য ড্রোন ব্যবহারকারী প্রথম রাজ্য হল মেঘালয় ।
প্রধানমন্ত্রী মেঘালয়ের সাধারণ মানুষকে পর্যটন ও জৈব পণ্য ছাড়াও নতুন ক্ষেত্র বিকাশের জন্য সরকারের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দিয়েছেন ।
पिछले 50 साल में मेघालय के लोगों ने प्रकृति के पास होने की अपनी पहचान को मज़बूत किया है।
— PMO India (@PMOIndia) January 21, 2022
सुरीले झरनों को देखने के लिए, स्वच्छ और शांत वातावरण अनुभव करने के लिए, आपकी अनूठी परंपरा से जुड़ने के लिए देश-दुनिया के लिए मेघालय आकर्षक स्थान बन रहा है: PM @narendramodi
मेघालय ने प्रकृति और प्रगति का, conservation और eco-sustainability का संदेश दुनिया को दिया है।
— PMO India (@PMOIndia) January 21, 2022
खासी, गारो और जयंतिया समुदाय के हमारे भाई-बहन, इसके लिए विशेष तौर पर सराहना के पात्र हैं: PM @narendramodi
बीते 7 सालों में केंद्र सरकार ने पूरी ईमानदारी से मेघालय की विकास यात्रा को तेज़ करने का प्रयास किया है।
— PMO India (@PMOIndia) January 21, 2022
विशेष रूप से बेहतर रोड, रेल और एयर कनेक्टिविटी सुनिश्चित करने के लिए केंद्र सरकार पूरी तरह से कमिटेड है: PM @narendramodi
मेघालय ने बहुत कुछ हासिल किया है।
— PMO India (@PMOIndia) January 21, 2022
लेकिन अभी भी मेघालय को बहुत कुछ हासिल करना बाकी है।
टूरिज्म और ऑर्गेनिक फार्मिंग के अलावा भी मेघालय में नए सेक्टर्स के विकास के लिए प्रयास ज़रूरी हैं।
मैं आपके हर प्रयास के लिए आपके साथ हूं: PM @narendramodi