মাননীয় রাষ্ট্রপতি, বাইডেন,
আমি সরবরাহ-শৃঙ্খলের সহনশীলতার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শীর্ষ সম্মেলন আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন বলেছিলেন, ‘আমেরিকা ফিরে এসেছে’। আর এই সংক্ষিপ্ত সময়ে আমরা সকলে তা দেখতে পাচ্ছি। আর তাই আমি বলছি, স্বাগতম!
সুধীবৃন্দ,
মহামারীর শুরুর দিকে টিকা উৎপাদন, চিকিৎসা সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ ওষুধগুলির কাঁচামাল যোগানের অভাব দেখা দেয়। এখন সারা বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছে, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য পণ্যগুলি সরবরাহ সমস্যার সমাধান করা হচ্ছে, যাতে স্বাস্থ্যকর উন্নয়ন নিশ্চিত হয়। পৃথিবীকে কে ভেবেছিলেন যে, কন্টেনার পাঠাতে গিয়েও সমস্যা হতে পারে?
সুধীবৃন্দ,
ভারত বিশ্ব জুড়ে টিকা সরবরাহে গতি আনতে টিকা রপ্তানির পরিমাণ বাড়িয়েছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বল্প মূল্যে কোভিড টিকা পাওয়ার জন্য এবং এর সরবরাহ বৃদ্ধি করতে আমাদের কোয়াড অংশীদারদের সঙ্গে আমরা একযোগে কাজ করছি। আগামী বছর সারা বিশ্বকে যাতে প্রচুর পরিমাণে টিকা সরবরাহ করা যায়, তার জন্য ভারত ৫০০ কোটি টিকার ডোজ উৎপাদনে উদ্যোগী হয়েছে। কাঁচামাল সরবরাহে যাতে কোনও সমস্যা না হয়, সেটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুধীবৃন্দ,
আমি বিশ্বাস করি, বিশ্ব জুড়ে সরবরাহ-শৃঙ্খলের মানোন্নয়নে তিনটি গুরুত্বপূর্ণ দিক আছে – আস্থাভাজন উৎস, স্বচ্ছতা এবং নির্দিষ্ট সময়ে সরবরাহ নিশ্চিত করা। আমাদের সরবরাহ যাতে আস্থাভাজন উৎস থেকে হয়, সেটি নিশ্চিত করতে হবে। আমাদের অভিন্ন নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আস্থাভাজন উৎস এমন হওয়া প্রয়োজন, যাতে কোনও প্রতিক্রিয়াশীল মনোভাব সেখানে না থাকে। সরবরাহ-শৃঙ্খলের বিশ্বাসযোগ্যতা যেমন প্রয়োজন, একই সঙ্গে স্বচ্ছতাও থাকতে হবে। স্বচ্ছতার অভাব হলে কি সমস্যা হয়, তা আমরা দেখেছি। আজ বিশ্বের অনেক সংস্থা বিভিন্ন উপাদানের যোগান পাচ্ছে না। প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ যদি নির্দিষ্ট সময়ে না হয়, তা হলে অনেক বড় ক্ষতির সম্ভাবনা থেকে যায়। আমরা ওষুধ শিল্পে এই বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করতে পারি। করোনা সময়কালে ওষুধ সরবরাহ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তাই, নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহ নিশ্চিত করতে হবে। আমাদের সরবরাহ-শৃঙ্খলে বৈচিত্র্য আনা প্রয়োজন। আর তাই, উন্নয়নশীল দেশগুলিতে বিকল্প উৎপাদন ক্ষমতা গড়ে তুলতে হবে।
সুধীবৃন্দ,
ওষুধ, তথ্য প্রযুক্তি সহ অন্যান্য পণ্যের আস্থাশীল উৎস হিসাবে ভারত প্রশংসা অর্জন করেছে। সরবরাহ-শৃঙ্খলে স্বচ্ছ প্রযুক্তি ব্যবহারে আমরা উদ্যোগী হয়েছি। আমাদের দলগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে আরও পরিকল্পনা তৈরি করার জন্য আমরা নির্দেশ দিয়েছি, যাতে আমাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় চাহিদা পূরণ করা সম্ভব হয়।
ধন্যবাদ।