কোভিড আমাদেরকে শিখিয়েছে যে আমরা যখন একসঙ্গে থাকি তখনই আমরা সবচাইতে বেশি মজবুত ও ভালো থাকি: প্রধানমন্ত্রী
অনেক প্রজন্মের মানুষ এই প্রক্রিয়াকে মনে রাখবে যা মানুষের সহনশীলতার অবশিষ্ট সমস্ত কিছুর ওপরে ছিল
গরীবদের সরকারের ওপর বেশি নির্ভরশীল করে তুলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। দারিদ্র্যের বিরুদ্ধে তখনই লড়াই করা সম্ভব যখন দরিদ্র মানুষরা সরকারগুলিকে বিশ্বাসযোগ্য সঙ্গী হিসেবে দেখতে শুরু করবে
যখন গরীবদের সশক্তিকরণের জন্য শাসন ক্ষমতাকে ব্যবহার করা হয়, তখনই তাঁরা দারিদ্র্যের বিরুদ্ধে লড়ার শক্তি পান
জলবায়ু পরিবর্তনকে কম করার জন্য সবচাইতে সরল এবং সবচাইতে সফল পদ্ধতি হল প্রকৃতির অনুরূপ জীবনশৈলী বেছে নেওয়া”
“মহাত্মা গান্ধী বিশ্বের মহানতম আবহাওয়াবিদদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়। তিনি শূণ্য কার্বন নিঃসরণসম্পন্ন জীবনশৈলীকে নিজের জীবনে বেছে নিয়েছিলেন। তিনি যা কিছু করেছেন তা আমাদের গ্রহের কল্যাণে সমস্ত কিছু ওপরে রেখেছেন”
“গান্ধীজি ট্রাস্টিশিপ-এর সিদ্ধান্ত নিয়েও আলোচনা করেছেন। তাঁর মতে আমরা প্রত্যেকেই এই গ্রহের ট্রাস্টি আর এর দেখভাল করা আমাদের সকলের কর্তব্য”
“আজ ভারত জি-২০-র একমাত্র সদস্য দেশ যেটি প্যারিস চুক্তির সঙ্গে যুক্ত”

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ ও ২৬ সেপ্টেম্বর ‘গ্লোবাল সিটিজেন লাইভ’-এর ২৪ ঘণ্টার এক অনুষ্ঠানে ভিডিও বার্তা দিয়েছেন। মুম্বাই, নিউ ইয়র্ক, প্যারিস, রিও ডি জেনেরিও, সিডনি, লস অ্যাঞ্জেলস, লাগোস এবং সিওল শহরকে যুক্ত করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী মহামারীর  জেরে উদ্ভূত সমস্যাগুলির বিষয়ে বিস্তারিতভাবে বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা যখন একত্রিত হব তখন আরও শক্তিশালী এবং আরও উন্নতি লাভ করবো। প্রধানমন্ত্রী আরও জানান, “আমরা এই সম্মিলিত প্রয়াসের ফল পেয়েছি, যখন আমাদের কোভিড-১৯ যোদ্ধা, চিকিৎসা, নার্স, স্বাস্থ্যকর্মীরা এই মহামারী মোকাবিলায় তাঁদের সেরাটা উজার করে দিয়েছেন। আমরা আমাদের বিজ্ঞানী ও উদ্ভাবকদের মধ্যে সেই চেতনাও লক্ষ্য করেছি, যাঁরা রেকর্ড সময়ের মধ্যে টিকা প্রস্তুত করেছিলেন।” 

কোভিড-১৯ প্রসঙ্গ ছাড়াও প্রধানমন্ত্রী জানিয়েছেন, দরিদ্র অবস্থার সমস্যা অন্যতম চ্যালেঞ্জ। শ্রী মোদী উল্লেখ করেন যে দরিদ্র শ্রেণীর মানুষেরা সরকারের ওপর বেশি নির্ভরশীল। যখন দরিদ্ররা সরকারকে বিশ্বস্ত অংশীদার হিসেবে দেখতে শুরু করে, তখন দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা যায়। প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বস্ত অংশীদারদের সক্ষম করে তুলে, তাদের পরিকাঠামোগত সুযোগ-সুবিধা দিলে তারাই দারিদ্রের অসাধু চক্রকে চিরতরে বিনাশ করবে।”

প্রধানমন্ত্রী জানান যে দরিদ্রদের ক্ষমতায়ণের জন্য যখন উদ্যোগ নেওয়া হয়েছে তখন তারা দারিদ্রের বিরুদ্ধে লড়াই করার শক্তি পেয়েছে। তিনি দরিদ্রদের ক্ষমতায়ণের উদাহরণ হিসেবে ব্যাঙ্কিং লেনদেনের সুবিধা, লক্ষ লক্ষ মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা, ৫০ কোটি ভারতীয়ের বিনামূল্যে ও মান সম্মত স্বাস্থ্য পরিষেবা প্রদানের বিষয়ে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। 

শহর ও গ্রামে গৃহহীনদের জন্য ৩০ কোটি বাড়ির সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, এই বাড়িগুলি তাদের কাছে শুধুমাত্র একটি আশ্রয়স্থল নয়।তিনি বলেন, মাথার ওপর ছাদ মানুষকে মর্যাদা এনে দেয়। প্রতিটি পরিবারে পানীয় জলের সংযোগ, পরবর্তী প্রজন্মের পরিকাঠামের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেশি খরচ করা, ৮০ কোটি নাগরিককে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা এবং অন্যান্য বিভিন্ন সাহায্য দান দারিদ্রের বিরুদ্ধে লড়াইকে আরও শক্তি যোগাবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

শ্রী মোদী জলবায়ু পরিবর্তনের সমস্যা নিয়েও আলোচনা করেন এবং তিনি জানান যে, ‘জলবায়ু পরিবর্তন রুখতে সবচেয়ে সহজ ও সরল উপায় হল প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনধারা পালন করা।’ “মহাত্মা গান্ধী”-কে বিশ্বের অন্যতম সেরা পরিবেশবীদ বলে অভিহিত করে প্রধানমন্ত্রী জানান বাপুজি কার্বনশূন্য জীবনধারার পথ দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, গান্ধীজি আমাদের কল্যাণে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধীর প্রস্তাবিত ট্রাস্টিশিপের মতবাদ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান যে, ‘যেখানে আমরা সবাই এই পৃথিবীর অংশীদার সেখানে তার প্রতি দায়িত্ব সবার রয়েছে।’ প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতই হল একমাত্র জি-২০ সদস্যভুক্ত দেশ যে প্যারিস জলবায়ু চুক্তির প্রতিশ্রুতি পালনের ওপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন ভারত আন্তর্জাতিক সৌরজোট এবং দুর্যোগ মোকাবিলায় পরিকাঠামো গঠনে সমগ্র বিশ্বকে এক ছাতার তলায় নিয়ে আসতে  সাহায্য করেছে।

 

 

 

 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 নভেম্বর 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage